নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

আরো একবার

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৩

এর পর সব শেষে একদিন তোমার কাছেই ফিরে যাব,
হয়তো সেদিন তুমি হাওয়ায় চুলের ঘ্রাণ
মিশাবে প্রেমের মাপে । তার পর...
তারপর? তার পর আমি নয়
আর কেও হয়তো বাতাস-
কে জানি প্রেমের দামে তোমার হৃদয়ে শুধু বয়।
আমি শুধু দূর থেকে দেখৈ নিয়ে আশ;
মিঠায়ে মনের, চলে যাবো ফিরে দূর
আরো এক ”তারপরদিন” লাগি।
তুমি ঐশ্বর্য্য ময়ী
আমি প্রণয়ের ক্ষুদকুড়ো নিয়ে যাবো কিছু ভিখ মাগি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৮

ব্লগার_প্রান্ত বলেছেন: স্পষ্ট আবেগ। সুন্দর কবিতা।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৪

প্রথম বাংলা বলেছেন: তাই বুঝি? .... ধন্যবাদ আপনাকে।

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪০

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৪৭

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন: ভালো লেগেছে।
কিন্তু নিজের ভালোবাসার প্রতি এতো অনাস্থা কেনো লেখকের?

৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৬

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: লাগি,মাগি(ভিখ মাগি) আধুনিক কবিতায় না আনাই ভাল।
শুভ কামনা রইল।

০৫ ই মে, ২০১৮ রাত ১২:৩১

প্রথম বাংলা বলেছেন: আমি আধুনিক কবিতা লিখিনাই, আর আমার কবিতার নায়ীকাও আধুনিক না, সে দেখেননা পার্ফিউমের বদলে চুলর ঘ্রাণ বাতাসে উড়ায়।

৫| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:০৫

রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।

০৫ ই মে, ২০১৮ বিকাল ৩:০৯

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ নূর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.