নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

মেয়ে নাকি মানুষ আমি

১২ ই মে, ২০১৮ রাত ১০:৪২

তোমার কাছে জান্তে চাই হে মানব সভ্যতা
মেয়ে নাকি মানুষ-আমি সে পরিচয়ের কথা।

সত্য নাকি মিছে আমার জনমে চরাচর
নেবনাকি না-নেব আমার স্বপ্নেতে সফর?
স্বপ্নে আমার ডর লাগ, এই দাবিয়ে দিলো বুঝি,
ডর লাগে মোর নিজের উপর, কেমনে স্বপন খুঁজি।

আমি চন্দন নাকি কালা আঁক ,
আমি অন্ধকার না ঝলমল,
আমি নির্বাক নাকি কলতান
আমি চিশ্চল নাকি চলাচল?

তোমার কাছে জান্তে চাই হে মানব সভ্যতা
মেয়ে নাকি মানুষ-আমি সে পরিচয়ের কথা।

আমার উপর নিজের কোন বিশ্বাস আছে কিনা
পারবো কিনা না-পারবো তাতে ফারাক বুঝিনা।
কার পিঠেতে সৌয়ার হবো সব হারালে পরে
পথ হারালে কোথায় যাবো, সঠিক পথের তরে?

আমি চন্দন নাকি কালা আঁক ,
আমি অন্ধকার না ঝলমল,
আমি নির্বাক নাকি কলতান
আমি চিশ্চল নাকি চলাচল?

সত্য বলবো নাকি চুপচাপই রয়ে যাবো
মনদ্বার খুল দেবো নাকি মন ভেঙ্গে দেবো?
সামনে বাড়বো নাকি সব হাল ভুলে যাবো
হাটবো জিদের পথে নাকি সব ছেড়ে দেবো?

আমি চন্দন নাকি কালা আঁক ,
আমি অন্ধকার না ঝলমল,
আমি নির্বাক নাকি কলতান
আমি চিশ্চল নাকি চলাচল।

তোমার কাছে জান্তে চাই হে মানব সভ্যতা
মেয়ে নাকি মানুষ-আমি সে পরিচয়ের কথা।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৮ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই মে, ২০১৮ রাত ১১:২৯

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই মে, ২০১৮ রাত ১১:০৪

অক্পটে বলেছেন: দারুণ লিখেছেন তো! অনেকগুলো জিজ্ঞাসা। এই পুরুষ শাসিত সমাজে অধিকার গুলোর চিরায়ত জিজ্ঞাসাই বটে।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:২৪

প্রথম বাংলা বলেছেন: আমি কিন্তু মেয়েনা, তবে আপনাকে ধন্যবাদ

৩| ১২ ই মে, ২০১৮ রাত ১১:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কে কি ভাবে জানি না!!

মেয়েদের আমি সম্মান/শ্রদ্ধা করি, ভালোবাসি।
পুরুষের চেয়ে নারীদের মধ্যে মায়া-মমতা বেশী আছে।। :)

১৩ ই মে, ২০১৮ রাত ১২:২৫

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ

৪| ১৩ ই মে, ২০১৮ রাত ১২:১৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: যাই বলুন না কেন, এ সংসারে মেয়েদের অবদানও কিন্তু কম নয়। জাতীয় কবি কাজী নজরুলের ভাষায়,
"বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর।"

সুরতাং নারীদের তাচ্ছিল্য করার কিছুই নেই।

১৩ ই মে, ২০১৮ রাত ১২:৩৮

প্রথম বাংলা বলেছেন: তাচ্ছিল্য নয় মেয়েদের আমরা মানসিক ভাবে বন্দি কর রাখি

৫| ১৩ ই মে, ২০১৮ সকাল ৯:৩৬

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.