নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

কালো কবিতা

২৩ শে মে, ২০১৮ রাত ১০:১৩

কৃষ্ণপদ্য, আমার ভূবনে আসো
আজকে তোমাকে কবিতা বানাবো মিত্রাক্ষর ছন্দে,
নিশানাথ আমি, আঁধারে এসেছি নেমে,,
নিশিথিনী তুমি, মায়ার জগতে পড়ে আছো মিছে দ্বন্দ্বে।

এ কেমনতর পূজারী আমার, ফুল নেই হাতে শুধু মায়া?
এইখানে আসো, এখানে রয়েছে অক্সিজেনের বিকল্প, প্রেমছায়া।
ভার্চুয়ালের অপছায়া ছেড়ে রূপালী চাঁদের জগতে ---
এমাটির ভূমে নেমে আসো তুমি, আলো দিবাকর গতে।

কৃষ্ণপদ্য, তোমার দ্বীপন ক্ষমতা
আমার মনের কবিরে জাগায়;
সব গান হয়, আমি যত বলি কথা।

আজিকার আকাশ রূপালি আলোর দোয়ার খুলেছে দেখো
খালি বিকিরণ নয়, এবার কিছুটা ভালোবাসতেও শেখো।
কৃষ্ণপদ্য, আমি একা আর কত গাবোগান, রচিব কবিতামালা?
আসো আসো তুমি জাগোজাগো ফের, এবার তোমার পালা।


মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:২২

স্ব বর্ন বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা বেশ লেগেছে।আমি ব্লগে নতুন সময় হলে আমার ব্লগেও ঘুরে আসুন ।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:২৭

প্রথম বাংলা বলেছেন: সবার ব্লগই পড়তে মন চায়, আসলে আমি সময় পাই খুব কম। অন্য কাজের ফাকে কোনরকমের মাঝে মাজে ছোট একদুইটা কবিতা লিখি এই যা। অনেক সময় মন্তব্যের উত্তর দেবারও সময় পাইনা।
তবে অবশ্যই যাব.

২| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: মুগ্ধ হলাম। দারুণ কবিতা।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৪

প্রথম বাংলা বলেছেন: অশেষ খুশি হলেম...

৩| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: সাদা ব্লগে কালো কবিতা ভালোই।
তবে ছবি মাথার উপর দিয়া গেলো।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৬

প্রথম বাংলা বলেছেন: মাথাবরাবর কোন ছবি পাইনি।

৪| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৩

নীল মনি বলেছেন: কালো কবিতার রঙ এত সুন্দর কেন? কবিতায় ভালো লাগা রইল।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৯

প্রথম বাংলা বলেছেন: নীলমনি, মনের রং যেখানে লাগে সেটিই সুন্দর হয়...। ভালো আছেন আপনি?

৫| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৩৯

কাইকর বলেছেন: অনেক ভাল লাগলো।আপনার প্রথম কবিতা পড়েই প্রেমে পড়ে গেলাম।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

প্রথম বাংলা বলেছেন: এটা আমার প্রথম কবিনাতো..।
হয়তো শেষ কবিতা হতেপারে... যদি না বেঁচে থাকি। আর বাঁচলে চলবে....

৬| ২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৪

খায়রুল আহসান বলেছেন: বিতা ভাল লেগেছে, তবে প্রথম স্তবকের শেষ শব্দটা "দন্দে" নয়, দ্বন্দ্বে হবে।

২৩ শে মে, ২০১৮ রাত ১০:৫৮

প্রথম বাংলা বলেছেন: রাইট, আপনার বিতাকে কবিতা করেদিন, আমি দন্দের মাঝে ব লাগিয়ে দিচ্ছি।

৭| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:০৪

খায়রুল আহসান বলেছেন: আমি জানতাম আপনি এটা বলতে পারেন, কিন্তু আমারটা সংশোধনের কোন উপায় নেই, আপনারটা সম্পাদনার সুযোগ ছিল। সম্পাদনা করে নিয়েছেন, সেজন্য ধন্যবাদ।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:১৮

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৮| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:১৫

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা ভাল লেগেছে।

৯| ২৩ শে মে, ২০১৮ রাত ১১:১৫

সফেদ বিহঙ্গ বলেছেন: কবিতা ভাল লেগেছে।

২৩ শে মে, ২০১৮ রাত ১১:১৯

প্রথম বাংলা বলেছেন: জেনে ভালো লাগলো

১০| ২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: কেন একটু দুঃখ পেলে হিংস্র প্রতিশোধ প্রবনতা জাগে? ইহা মন প্রকৃতির একটি কুৎসিত চরিত্র। এই চরিত্র থেকে পরিত্রানের সহজ উপায় প্রকৃতিই। মানব মন প্রকৃতির ভিতর ক্ষমা ও ধৈর্যের রক্ষিত শিকরের রস পান করা। মানবজাতির ব্যাক্তি-সমষ্টির মধ্যে ধৈর্য ও ক্ষমাকে চর্চার জন্যই সকল ধর্মের আর্বিভাব।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৩৮

প্রথম বাংলা বলেছেন: বুঝিনাই......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.