নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

আবার যদি পেতাম আমি তোমার চিঠি

০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২১

আবার যদি পেতাম আমি তোমার চিঠি
প্রেম না থাকুক, থাকুক ব্যথা থাক বিরহ
নিউজ পেপার খাতার পাতায় যেমন করে
গড়তে তুমি প্রেমের ভূমি অহরহ--
একটু নাহয় গমন হতো টাইম ট্রাভেলে
এক লাফেতে পড়তো গিয়ে কিশুর কালে!!

আবার যদি পেতাম আমি তোমার চিঠি
মরিচফুল আর বাঁশ বাগনের স্বপ্ন আঁকা
একপিঠে তার সহজ কথার আকাশ দেখা
অন্য পিঠে ছন্দ মালার হৃদয় লেখা--
আবার না হয় কয়েকটা রাত গভীর হলে
ঘুরতে যেতাম বাস বাগানের আকাশ তলে!!!

আবার আমি পেতাম যদি তোমার চিঠি!!
প্রেম না থাকোক থাকোক ব্যথা থাক বিরহ
মাঝে মাঝেই সময় ভুলে তোমায় ডুবি
এখনো তুমি জাগছো মনে অহরহ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: চিঠি না পেলেও সে মনে অহরহ জেগেই চলে। কবিতা ভালো হয়েছে!

২| ০৩ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

সোহাগ তানভীর সাকিব বলেছেন: চিঠি পাওয়ার আশা না করে মিসকল পাওয়ার আশা করেন!!!!!

৩| ০৩ রা জুন, ২০১৮ রাত ৮:৫৮

সনেট কবি বলেছেন: কবিতা ভালো হয়েছে!

৪| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: চিঠির দিন তো শেষ।
আপনি লিখতে পারেন, আবার যদি তোমার ফোন পেতাম।

৫| ০৪ ঠা জুন, ২০১৮ সকাল ১০:০২

রাজীব নুর বলেছেন: চিঠির দিন তো শেষ।
আপনি লিখতে পারেন, আবার যদি তোমার ফোন পেতাম।

০৪ ঠা জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

প্রথম বাংলা বলেছেন: ফোন প্রতিদিন পাই, কিন্তু চিঠির মত লাগেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.