নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

আলফা-লিমার গুজব

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

আমার ভাতিজারে কইলাম, বাবা ঘুমাইয়া পড় নাহলে আলফা-লিমা আসব। তাড়াতাড়ি ঘুমাইয়া পড়।
ভাতিজা কয়, তুই অতদিন লেউড়ির ডর দেখাইছত, তার পর ভুতের আর এখন কছ আলফা লিমা। কম্পিউটার থেইক্কা হরাইবার লাইগ্গা বুদ্ধি বাইর করছত। আমি ডরাইনা, চড়াইয়া হুতাইলামু আলফালিমারে।
আমি কইলাম, পাড়তেনারে বাবা আলফালিমা মারাত্বক জিনিস। ভয়ানক ব্যপার।
কী জিনিস?
আমি কইলাম, ছাত্রনামের কোমলমতি সন্ত্রাসীদের ঠিক করার জন্য যে এক দল দ্বিপদ বড় বড় কলম হাতে দৌড়াইয়া আসে আর পিডায় এরা হইলো আলফা লিমা। এই দ্বিপদরা বড়ই বিপদ
ভাতিজা কয়, এইযে দাউয়ের মত কলম? বেঙ্কা লম্বা?
আমি কইলাম হ... এরাই । এদের সাংকেতিক নাম আলফালিমা। আর বাবারে কলম যখন লাগে কোন খানে খালি লাল লাল কালি বের হয়। কী টকটকে লাল?

ভাতিজা কয়, গজবের কারবার দি। আমি কইলাম, নাবেডা, এর চাইতেও বড়, ইতা ডাইরেক গুজব, আস্তা আস্তা গুজব।

এবার ভাতিজা ভয় পেলো। জিগাইলো, কাকা, এরা কি আমার মত পুলাপানরেও মারে। আমি কইলাম হ.. এরা মার পেটে থাকতেই গুলি করে। আর পেট থেকে বাহির হলে অনেক কিছু করে। ডাকব? আলফা লিমারে?
আর ডাকতে হলোনা ভাতিজা ভাতিজা এবার লেজগুটাইয়া পালাইলো । এবং আমি আরামছে নেট করছি।
ধন্যবাদ আলফা লিমা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: অন্তত কিছু মানুষ না হয় বেদনার উর্ধে থাকুক। তাদের মুখের হাসি দেখেও যদি বেদনায় সিক্ত মানুষগুলো নিজেদের কষ্ট ভুলতে পারে কিছুটা ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৫

প্রথম বাংলা বলেছেন: ভালো লাগলো রাজীব ভাইয়ের কথাটা। ধন্যবাদ

২| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৭

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: বুঝতে পারছি না কি বলবো।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১১:২৯

বাকপ্রবাস বলেছেন: হা হা হা মজার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.