নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার বীজ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৮

একুশ তুমি অনন্য এক প্রতিক
তারুন্যে আর প্রতিবাদ বিপ্লবে;
একুশ তুমি এখনো রয়েছ প্রাণে;
পাড় হয়েছি বয়েস গুনে কবে!!

একুশ তুমি একদা ঢাকার পথে
এসেছিলে মোর মুক্তির বীজ হয়ে,
একুশ তোমারে চেতনা করেছি মোরা
আজও তব খুন হৃদয়ে যাচ্ছে বয়ে।

ফেব্রুয়ারি এলেই সামনে দেখি
“বইমেল ” আর “একুশ” সুখের জোড়া,
ছড়া- গল্প, কবিতার ডানা মেলে
মায়ের ভাষার আকাশে মোদের উড়া।

একুশ মোদের অম্লজানের সুখ
একুশ মানেই নতুন গল্প কবিতা,
একুশ মানেই পটভূমি মুক্তির
একুশ মানেই নতুন দিনের সবিতা।

একুশ মানেই রক্তফুলের বীজ
একাত্তরের পুষ্পের সমারোহ,
একুশ মানেই মুক্তির চেতনা
একুশ মানেই বিপ্লব বিদ্রোহ।

সব পালটায় এই বাংলায়
সব কিছু হয় ম্রিয়মান
একুশ রয়েছে বাঙ্গালির বুকে
অমলিন অম্লান।
একুশ মানেই পটভূমি মুক্তির
একুশ মানেই নতুন দিনের সবিতা।

একুশ মানেই রক্তফুলের বীজ
একাত্তরের পুষ্পের সমারোহ,
একুশ মানেই মুক্তির চেতনা
একুশ মানেই বিপ্লব বিদ্রোহ।

সব পালটায় এই বাংলায়
সব কিছু হয় ম্রিয়মান
একুশ রয়েছে বাঙ্গালির বুকে
অমলিন অম্লান।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.