নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রভাষা বাংলাদিয়ে কী হবে, কথাই যদি বলা না যায়?...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৭

সোয়াসের ভালবাসা
===========

ইদানিং কিছু লিথতে গেলেই শত বাধা
উপদেশ আসে হাজারে বিজারে গায়েসাধা,

তবু, কিছু লিখবই বলে খুলেছি যখন মুখবই
কিছু না আসুক মনে, তবু- একটা কিছুতো লিখবই।

হতেপারে সেটা শোকগাঁথা-কোন হৃদয়ের অপমান-
হতে পারে সেটা প্রেম নয়- তবু প্রেমেরই মতন গান।

হতে পারে সেটা মানবিক- কিবা- দৈহিক রসায়ন
মরা লাশ রাজনীতি রাজপথ পথের শ্লোগান-রণ,

ঊন৩০শের রাতের কালোয় আধাঁরের ভালবাসা
অথবা লসের কৃষকের মনে আগামী-ধানের আশা।

দাম না বারোক কৃষকের শ্রমে, চাটুকারিতার ঢের-
বেড়েছে মূল্য- ভালবাসা সেথা এক নয় সোয়াসের।

লিখতে বসেছি কিছুই আসেনা, কেবল তাহার ডানা
শান্তির সাদা কপুতির মত উড়ে যায় আনমনা।
এখানে প্রেমের কেলকোলেটর..অর্থ ও রাজনীতি
ও মেয়ের মত ভাগের খেলায় বিয়োগের সম্প্রীতি।

এখানে মানব জাতি, শান্তির খুজে সবে.....

শান্তি তবুকি আছে?
বিষে ভরা এই সমাজচিত্বে মানব জমিন হয়ে
বিছয়ে রয়েছে ব্লগের পাতাতে. ডিজিটাল সুর লয়ে।
শান্তি তবুকি নাই?

যেভাবে কুলের তরুণ গাছটি স্বর্ণলতার প্রেমে
নিজেরে ডুবায়ে লতারে ভাষায়, জীবন গিয়েছে থেমে--,
তারো প্রেম ছিলো তেমন করেই স্বর্ণলতার মত
লোভের ভাগারে সেই প্রেম আজ তারি হাতে ধর্ষিত।
শান্তি তবুকি খুঁজ??

হয়তোবা কিছু আছে, হয়তাবা সব ভুল
এখন পথের মানব মিছিলে এ কিসের সুরগুল।

এদিকে আমার জাতি ধর্ষিত সৈরাচারির প্রেমে-
গলা নেই ; তবু মুখবইয়ে ভয়ে- উঁচু গলা গেছে নেমে।
কিছুই যায়না বলা,
স্বাধীনতা আজ শিকল হয়েছে;
পরাধীন পথ চলা।
তবু, চাটুকার আজ জমায়ে রেখেছে সোয়াসের ভাল ভালবাসা
ক্ষমতার শিরে বসেথাকা নেতা, এটুকুই করে আশা।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

যায্যাবর বলেছেন: জটিল মাম্মা, জটিল হইছে। তবুও আমি গর্বিত যে আমি এমন এক ভাষায় কথা বলি যে ভাষার অধিকার আমাদের লড়াই করেই অর্জন করতে হয়েছে, আর এ লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ আজ ২১ ফেব্রুয়ারী বিশ্ব মাতৃভাষা দিবস।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

সাইন বোর্ড বলেছেন: ভাল বোধ ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.