নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

প্রেম- প্রেমিকা-ও ঈশ্বর

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৯

মাথার উপর নবমী তিথির চাঁদ
জমিনে রূপার আলো’
ঘাসের উপরে শিশিরের প্রেম
সে যেন এ এক অনন্ত হেম-
অলকে তোমার ক’ফুটা শিশির করছিলো ঝলোমলো।

কেবল দুজন, বসার নিচেতে কাটা ধানের ঢের.
ভালবাসা নয়, আলোচনা ছিলো ঈশ্বর কণিকের।
শুনালে কাহানি, টানেল হয়েছে মাটির দুকিলো নিছে.
অনেক লেগেছে বিজ্ঞানি-টানি গডকণাটার পিছে..।

তখন আমার হৃদয আকাশে তুমি তারা হয়ে জ্বলে
হেলালী আলোয় ভালোবাসা হয় বিজ্ঞান নাহি চলে।

আমি কহিলাম এই কনাখানি নারীর প্রেমকি বোঝে?
আমায় কহিলে, “তুমি বড় বুকা”
জ্ঞানেরা যুক্তি, প্রেম একরোখা,
জ্ঞানের জগতে ভালোবাসা কেউ খুঁজে?

তুমি অপলেকে চেয়েছিলে

তোমার ‍দুচোখে তাকিয়ে ছিলাম
দেখিনি বোসন কনা,
চাঁদের আলোকে ঝিলিক খেলিছে
ভালোবাসা আনগুণা।
চেয়ে দেখিলাম--।


বুঝিলাম আমি গডকনাটাও
ভালোবাসা নিয়ে খেলে-
যেভাবে সেদিন মধ্য নিশিতে
তবচোখে গেলো খেলে।

আবারও সে রাত এসেছে আমার
নিঝুম ঘাসের বেলা।
মাথার উপরে মেঘ আর চাঁদ
লোকোচুরি করে খেলা।

তুমি নাই পাশে আমি বসে ঘাসে দেখি একা ইশ্বর,
ঘাসেরা আমায় আপন করেছে তুমি করে দিলে পর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৪

নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর লিখনী। শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.