নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

জল কনা কিন্তু শিরোনাম নয়

০৯ ই জানুয়ারি, ২০২২ রাত ১:০০

জানি সে হারিয়ে যাবে;
সাগরে সোনামুখী সুইয়ের মতন
এ গহীন জনতার বনে।
তার পরও, অথবা তবুও
চোখ বুঝে ঠোঁট মেলে দিয়ে
সুখ খোঁজা ছোটপাখিটির কথা,
রয়ে যাবে মনে।
------
ভুলে যেও ছোট পাখি খুলে দিও ডানা;
রাধ কিবা অপরাধ হিসেবের কয়েকটা আনা-
সেতো আর আসবেনা কাজে,
এসকল পরে থাক নোনা ধরা খাতাটার ভাজে,
সব পিছে ফেলে....
শান্তি খুঁজিয়া নিও অন্য কোন ‘বুকে’ কি’বা ’নীড়ে’
সব কিছু দায় নিয়ে আমিই রাখিব মনে,
তুমি সব ভুলে যেও, খুব দ্রুত, অথবা খু..ব ধীরে ধীরে।
ভুলচুক করে দিও ক্ষমা,
হে আমার ছোট পাখি,,,
সব দিক থেকে তুমি’ সব কালে- থেকো নিরুপমা।
===
কী? শিরোনাম পাচ্ছেননা, কী দরকার আছে শিরোনামের বলেন? জীবনের কি শিরোনাম আছে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.