নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা পঁ্যাচাল

আমরা সকলেই এক এক জন বন্দি, আমাদের নিজস্ব গণ্ডীর ভিতর।

আজাইরা পঁ্যাচাল › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিস্নান

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:২২

রিক্সায় যাচ্ছিল তপু আর তিন্নি। তিন্নির স্বভাব টা কেমন জানি রিক্সায় বসলেই হাত টা জড়িয়ে ধরবে আর হুড তুলতে দিবেনা। তপুর কেমন জানি লজ্জা লজ্জা লাগে। মাঝে মাঝে মনে হয় সম্পর্কের ঠিক জায়গায় নেই তারা উল্টা হয়ে গেছে। তপু যখন লজ্জায় নিচে তাকিয়ে থাকে তিন্নি তখন আশপাশের মানুষ আর আকাশের রং দেখে। আজ আকাশটা দেখে তিন্নির মনটাই ভালো হয়ে গেছে, মেঘ করছে বৃষ্টি হতে পারে। ওর অনেকদিনের শখ তপুকে নিয়ে বৃষ্টিতে ভিজবে। কিন্তু পাগলটা কি মানবে?

এইসব ভাবতে ভাবতেই হঠাৎ টুপ টুপ করে ফোঁটা পড়তে শুরু করলো আকাশ থেকে আর সঙ্গে সঙ্গে তপু বলল মামা বাঁয়ে করে রাখেন। তিন্নির মনটাই খারাপ হয়ে গেল ও জানে এখন কি হবে তপু তাড়াতাড়ি কোন দোকানে কিংবা খাবার দোকানে গিয়ে ওকে নিয়ে বসে থাকবে বৃষ্টি না থামা পর্যন্ত। ও বলার সুযোগটাও পেল না।

মনটা খারাপ করেই তিন্নি নামছিল রিক্সা থেকে আর তখনই তপু তিন্নির হাত টা ধরে ওকে অবাক করে দিয়ে বল্ল চল আজ বৃষ্টিস্নান এ যাই ...........

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

হোরাসের চক্ষু বলেছেন: তপু টা কে ??? :P

২| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৩

আজাইরা পঁ্যাচাল বলেছেন: গল্পের নায়ক :D

৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কত্ত রোমান্টিক!!! :!>

৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

আজাইরা পঁ্যাচাল বলেছেন: আমরা তো জাতি হিশেবেই অনেক রোমান্টিক।
ধন্যবাদ :)

৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: কত্তদিন বাংলাদেশের বৃষ্টি দেখি না। :((

৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

আজাইরা পঁ্যাচাল বলেছেন: দুঃখ দুঃখ মন নিয়ে বলছি কথাটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। :(

৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২

ডার্ক ম্যান বলেছেন: আমি তো রিকসায় নিয়ে ঘুরার মানুষ পায় না।আর বৃষ্টিস্নান সে তো অলীক কল্পনা।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬

আজাইরা পঁ্যাচাল বলেছেন: আল্লাহ্‌ আপনাকে রিক্সায় নিয়ে ঘুরার একজন মানুষ দান করুক।
আমীন।
;)

৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমি তো কতদিন রিক্সাও দেখি না। :((

১০| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:০৪

আজাইরা পঁ্যাচাল বলেছেন: আমিও তো কতদিন রিক্সাও দেখি না। :((
দুঃখ পাওয়ার কিছু নাই দেখবেন। :)

১১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:১৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: জি। এই বছরই দেশে ফিরে যাব। তারপর আর জীবনে বিদেশে যাওয়ার নাম নিবো না। B-) B-)
দেশে ফিরেই বিয়ে করে জামাই নিয়ে রিক্সায় করে বৃষ্টিস্নানে যাব। =p~ =p~

আহা! লাইফ উইল বি বিউটিফুল!

১২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩৬

ডার্ক ম্যান বলেছেন: লাইফ ইজ অলঅয়েজ পেইনফুল।

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা,
আশা তার একমাত্র ভেলা।


তাই আশা করে থাকি, সামডে লাইফ উইল বি বিউটিফুল।

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০১

আজাইরা পঁ্যাচাল বলেছেন: ভাল বলেছেন অঘটন... উইশ ইউ হেভ এ বিউটিফুল লাইফ। :)
সামডে লাইফ উইল বি বিউটিফুল মিঃ ডার্ক :)

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৪

ডার্ক ম্যান বলেছেন: আশা সে তো আজ দূরাশা
আমার সঙ্গী এখন হতাশা,
তাই আজ খুঁজি না কোন স্বপ্ন সারথী
শুধু বয়ে বেড়ায় বেদনার তরী।

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ডার্ক এত হতাশ কেন আপনি ভাই?
আপনার মন্তব্য গুলো পড়ে ছোটবেলায় বেবি ট্যাক্সির পিছনে লেখা লাইন গুলার কথা মনে আসতেছে,

নিরাশ হইও না, যদি মমিন হও, জয়ী তুমি হবেই। :| :|

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১১

আজাইরা পঁ্যাচাল বলেছেন: হেহেহেহে B-))

১৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:১৫

ডার্ক ম্যান বলেছেন: আমি তো ছিলাম না কখনো মমিন,
যদিও তার ভালোবাসায় হয়েছিলাম চার্মিং।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: গুড ওয়ান মিঃ ডার্ক। কবিতা লিখা চালায় যান। জীবনে সাফল্য আসবেই। :D :D

২০| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩৯

ডার্ক ম্যান বলেছেন: আপনার সাথে ফেবু বন্ধুত্ব হলে খুশি হইতাম।

২১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাই ,খুবই সতর্কতার সাথে সামুতে নাম পরিচয় গোপন রাখছি। আমার পরিচিত মহল যদি টের পায় যে আমিই এই অঘটনঘটনপটীয়সী তাইলে আমার খবর আছে। যা সব লিখছি ব্লগে, আর আরো যা লিখার প্ল্যান করতেছি সব ভাই মাঠে মারা যাবে। তাই সামুতে ফেবু লিঙ্কও নাই। :(

২২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫০

ডার্ক ম্যান বলেছেন: ভেঙ্গে ফেলো সব ভয় আর শিকল,
শুধু গাও বন্ধুত্বের জয়গান।

২৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~

আমার পাত্র চাই লেখাতে যে লিঙ্ক দিছিলেন সেটাতে একটা ফ্রেন্ড রিকু গেছে কিনা দেখেন তো? তবে আগেই সাবধান করি, একাউন্টটা ফেইক।

২৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৮

ডার্ক ম্যান বলেছেন: আপনি ডার্ক ম্যান লেখে ফেবুতে সার্চ করেন।

২৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০১

ডার্ক ম্যান বলেছেন: একাউন্ট ফেইক মানে?

২৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: মানে ওইটা আমার অঘটন ঘটানোর একাউন্ট।

২৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৭

আজাইরা পঁ্যাচাল বলেছেন: প্রীত হলাম আপনাদের বর্তমান অবস্থান দেখে। :)

২৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৯

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

ভাই নাম আপনার আজাইরা প্যাঁচাল, মাগার আজাইরা আপনার পোস্টে প্যাঁচাল পারছি আমরা। দুঃখিত। :P

২৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:০৫

আজাইরা পঁ্যাচাল বলেছেন: সমস্যা নাই নিজেকে হিট মনে হচ্ছে। :p :p :p B-)) B-)) B-)) :#)

৩০| ২৫ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩২

অঘটনঘটনপটীয়সী বলেছেন: জি ভাই, আপনি হিট। :P :P
আপনার লেখা পড়ে আর আপনার সাথে কথা বলে ভাল্লাগছে। :!> :-B

৩১| ২৫ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

আজাইরা পঁ্যাচাল বলেছেন: আমারও। :)
ধন্যবাদ :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.