নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

৮ই ফাল্গুন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

৮ই ফাল্গুন
...............কৃষ্ণ
ফাগুনের সোনালী ভোরের আলোয়,
বাংলা জেগেছে রক্তের চেতনায়,
একুশ আছে আজ প্রেরণায়।
কালো বুকের নগ্ন পায়ে,
জনতা চলেছে শহিদের ছায়ে।
রাস্তা ছেয়েছে ফুলের দলে,
বাংলা এসেছে শহিদ মিনারের তলে।
রক্তের দাগ পড়েছে ঢাকা,
ফুল পাতা আর নগ্ন পদতলে,
একুশ আজ বন্দী একুশে,
বাংলা আজ বন্দী বাংলাতে।
একুশের রক্ত ধোয়ে মুছে মুক্ত,
ইংরেজ বন্দনে আজও যুক্ত।
বাংলা নয় একুশে বন্ধ,
বাংলা হউক ফাল্গুনে অন্ধ।
২১ ফেব্রুয়ারি ভুলুক বাংলা,
৮ ফাল্গুন হউক ভাষার আশা
........এই আমার মনের ভাষা।
( আমরা বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছি। কিন্তু তার মান রাখতে পারে নি। যদি আজকের দিনে কাউকে প্রশ্ন করেন যে ভাষা অান্দোলন বাংলা কত তারিখে হয়েছিল? আমার বিশ্বাস বেশির ভাগ মানুষ বলতে পারবে না। তাই আমি মনে করি ২১ শে ফেব্রুয়ারি কে যত টা মনে রাখা হয়েছে তত টা ৮ই ফাল্গুনকে মনে রাখা হউক। কারন ফাল্গুন বাংলার ........)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.