নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

বেদনাময় বন্ধুত্ব

২০ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

আপনি কাউকে দেখলেন.....প্রথম বার দেখার পর তার প্রেমে পড়ে গেলেন, যাকে বলে Love at first sight.
তারপর আপনার মন চাইবে তার সাথে কথা বলি, হয়ত একটু খাটাখাটুনির পর কথাও বলতে পারবেন। কথা বলতে বলতে হয়ত তার সস্পর্কে অনেক কিছু জানবেন, সেও জানবে। এই ভাবে দুইজনের মধ্যে একটা ভালো কথা বলার সম্পর্ক তৈরি হবে।কপাল ভালো থাকলে সম্পর্কটা তুমি পর্যন্তও যেতে পারে। এর পর এমন একটা অবস্থা আসবে যখন আপনার সেই কথা বলার সম্পর্কের মানুষটি বুঝতে পারবে আপনি তাকে খুব ভালোবাসেন। কিন্তু যখন আপনি তাকে খুব আশা নিয়ে আপনার মনের কথা বলবেন তখন দেখবেন কোন এক অজানা কারনে আপনার ভালোবাসা বন্ধুত্বে পরিনত হয়ে যাবে। তখন আপনি না পারবেন তাকে ছেড়ে যেতে না পারেবন মন খুলে ভালোবাসে। আসলে বন্ধুত্ব আর প্রেম দুইটা ব্যাপর অনেক অালাদা। যদি আপনার ক্রাশ আপনার বন্ধু হয়ে যায় তখন যে কি কষ্টে আপনি থাকবেন তা আপনি ছাড়া পৃথিবীর কেউ জানবে না। না পারবেন তাকে আপনার মনের অবস্থা বুঝাতে না পারবেন আপনার ভালোবাসা প্রকাশ করতে। প্রতিটা বৃষ্টির দিন আপনাকে কষ্ট দিবে। প্রতিটা পূর্নিমা আপনাকে কষ্ট দিবে। প্রতিটা বসন্তের বিকাল আপনাকে কষ্ট দিবে। সবচেয়ে বেশি কষ্ট পাবেন তখন যখন আপনি তাকে খুব মিস করবেন কিন্তু কল দিলে ও বলবে আমি বন্ধুদের সাথে বাইরে আছি একটু বিজি , তোমাকে পরে কল দিবো। আপনি কলের অপেক্ষায় থাকবেন কিন্তু ও কল দিবে না। যখন উতালা হয়ে আপনি কল দিবেন তখন ও বলবে সারাদিন ঘুরাঘুরি করে খুব ক্লান্ত এখন রাখো।
তখন নিজেকে খুব অসহায় মনে হবে আপনার। কিছু করতে পারবেন না কষ্ট পাওয়া ছাড়া।
তাই আমি বলবো কিছু সম্পর্ক বন্ধুত্ব নামক দেয়াল দিয়ে দুরত্ব সৃষ্টি না করে সোজাসুিজ বলে দেন .....। এতে প্রতিদিন কষ্ট পাবেন না। যদিও তা খুব কম ক্ষেতে সম্ভব।
.....................ধন্যবাদ
(আপনাদের মতামত জানাবেন)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০০

বাংলাদেশী জিসান বলেছেন: ভালো লিখেছেন ভাই!
তবে প্রথম সাক্ষাতে ভালো লাগার পর 'সরাসরি তা বলে দেয়া'র পক্ষে আমিও!
তবে আমার অবস্থানটা অন্যরকম।

২| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৩

বাংলাদেশী জিসান বলেছেন: ভালো লিখেছেন ভাই!
তবে প্রথম সাক্ষাতে ভালো লাগার পর 'সরাসরি তা বলে দেয়া'র পক্ষে আমিও!
তবে আমার অবস্থানটা অন্যরকম।

৩| ২০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.