নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

সনেট লুপি

১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৭

কখকখ খকখক গঘঘগ ঙঙ
সনেট লুপি
.........................কৃষ্ণ
লুপি তুমি শুনতে কি পাও
মন থেকে ডাকছি তোমায় আমি
লুপি তুমি ডাকে সাড়া দাও।
আমার জন্য তুমি সবচেয়ে দামি
কেন তা বুঝতে পারি না আমি
আমার মনের নদীতে নৌকা বাও
চলছে নৌকা তীরের নেই নাম
মনকে বলো তুমি কোথা যেতে চাও

শাড়ীর আঁচলে তোমার নীল আকাশ,
নেই সেখানে তারাদের বাস
দিনে সূর্য রাজা , বাকিরা দাস
তাইতো চাঁদ তারারা নিরাশ।

লুপি তুমি হয়ে যাও তার
যে তোমাকে কাঁদাবে না আর।

( ভালোবাসা যেখানে ভালো থাকবে সেখানে থাকতে দেওয়া হলো ভালোবাসার প্রকৃত সম্মান)
ধন্যবাদ

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা যেখানে ভালো থাকবে সেখানে থাকতে দেওয়া হলো ভালোবাসার প্রকৃত সম্মান।
সর্বৈব সত্য ।

২| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৪

বিজন রয় বলেছেন: প্রত্যেকের নিজস্ব স্থানে যার যার মতো ভালবাসা অবস্থান করে।

কবিতায় ভাললাগা।

৩| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:১০

চাঁদগাজী বলেছেন:


ভালোবাসা বাংলাকে কবিময় করে দিয়েছে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.