নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

এইটাই কি জীবন?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে অর্নাস পড়ার সময় চিন্তা করে, কবে পাশ করমু ......পাশ করার পর চিন্তা শুরু হয় জব নিয়া.....জব পাওয়ার পর সংসার.......সংসারের পর এক সময় মৃত্যু।
এই হলো আমােদর জীবন....এর মধ্যে কোন কোথাও নিজের জন্য নিজের মত করে বাঁচার সুযোগ নাই। আমি অনেকের মধ্যে দেখেছি জব পাওয়ার পর বা সংসারের কয়েক বছর পর আর বাঁচার ইচ্ছা থাকে না।কারন টা খুব সাধারন পৃিথবীতে তার জন্য করার মত কিছু নাই।
পৃথিবীতে তখন শুধু নিজেকে একট পন্যর মত মনে হয়, যেমন পন্যের উপযোগিতা থাকা পর্যন্ত তার গুরুত্ব আছে, উপযোগিতা শেষ হলে ছুড়ে ফেলে দেওয়া হয়। মানুষের ক্ষেত্রও একই রকম হয়। একটা সময় শেষে মানুষের উপযোগিতা শেষ হয়ে যায় আর তখন মানুষ বোঝা হয়ে যায়। সমস্ত সম্পর্ক তখন মানুষ টা খুব দ্রুত চিরঘুমের দেশে চলে যাওয়ার জন্য মানসিক ভাবে অাঘাত করে। সত্যি বলতেছি অনার্স জীবন মানুষের জীবনের শ্রেষ্ঠ সময়। শুধু উপভোগ করতে জানতে হয়।
( একান্ত ব্যক্তিগত চিন্তা)
#kk

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯

আমি পোলাপাইণ বলেছেন: আহেন সবাই মিল্যা সন্যাস ব্রত গ্রহন করি

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:

আপনি জীবনকে ছোট করে দেখছেন; কারণ, আপনার জীবন শুধু নিজের জন্য, আশপাশ বলতে কিছু নেই

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: চলেন শুরু করি

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার তা কোন দিন ও মনে হয় না চাঁদ ভাই

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৯

মানুষ জিহাদ হাসান বলেছেন: সম্ববত ছাত্র হিসেবে স্কুল কলেজে ভার্সিটিতে ভাল ছাত্রের কাতারে ছিলেন,কিন্তু পরবর্তীতে কাংক্ষিত লক্ষে যেতে না পারায় হতাশ আপনি।তাই মধ্যবিত্ত পরিবারের দোহায় দিচ্ছেন। জীবনকে ব্যাপক মনে করুন।নিজেকে ১ বার রোহিংগা আর১ বার প্রিন্স চার্লস হিসেবে কল্পনা করে দেখেন।তখন দেখবেন এদের চেয়েও অনেক বেশি করার উপযোগীতা অাপনার আছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই আমি মধ্যবিত্ত পরিবারের দোহায় দিচ্ছি না । আমি শুধু একজন মানুষের জীবনের শেষ কয়টা দিনের আবস্থার বর্ননা দেওয়ার চেষ্টা করেছি। আর এই লেখা আমার ব্যক্তিগত জীবন নিয়ে লেখা না।
মন্তব্য করার জন্য ধন্যবাদ

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১১

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: এরকম মনে হতেই পারে কিন্তু খুব কম সময়। হতাশাগ্রস্থ থাকলেও এরকম মনে হতে পারে। তবে ভাই ভোগে সুখ নাই ত্যাগেই প্রকৃত সুখ। এটাও তো সত্য।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই ত্যাগের শেষ সীমা কি? বিনয়ের সাথে জানতে চাইতেছি।
মন্তব্য করার জন্য ধন্যবাদ

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নিজের জন্য কাজ করার পর মানুষের জন্য কাজ করুন।
প্রচুর পড়ুন। লিখুন।
বাগান করুন।
কৃষি কাজ করুন।
সৃষ্টির আনন্দ উপভোগ করুন।
জীবন ফেলনা নয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে সব সময় জীবনকে উপভোগ করি ।
মন্তব্য করার জন্য ধন্যবাদ

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

মিরোরডডল বলেছেন: There's always plenty things to do. Life is a never ending job.
If you done for yourself then do for others. For your friends family neighbour local community.
You cant change others life but you can give some quality times to others.
There's lot of people surrounded you who doesn't have anyone. Stand beside them support them.
Its not always money matter, sometimes your time your company can make others happy.
All the Best. You must find the purpose of life.

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

কৃষ্ণ কমল দাস বলেছেন: In this post I wanted to show the very last time of human life.
I know I have many things to do.
and one very important thing that This post is not related to my personal life.
Thanks for your comment .........From my core of heart .........

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

ধূূূূলিকণার অনুনাদ বলেছেন: ভালো লিখসেন কমল ভাই । আর ডল ভাই , আপনার কমেন্ট ভালো হয়েছে ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১২

কৃষ্ণ কমল দাস বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ ।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: এটা মানসিকতার উপর নির্ভর করে। যতক্ষন পর্যন্ত আপনি দায়িত্বগুলোকে ত্যাগ মনে করবেননা ত্যাগের সীমা ততটুকুই। ত্যাগ রে ত্যাগ মনে করলেই ত্যাগের সীমা শেষ। এটা আমার ধারনা, ভুলও হতে পারে। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.