নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

ছাত্রী ( পর্ব - ১)

০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

ছাত্রী: স্যার আপনার মোবাইলে সিম আছে?
স্যার : তোমার কি মনে হয়?
ছাত্রী: আমার মনে হয় নাই, কারন এত দিনে এক বার ও আপনার ফোন টা বাজতে শুনি নাই।
স্যার: ও । আমাকে কারো দরকার হয় না তাই ফোন দেয় না।
ছাত্রী: স্যার কি যে বলেন আমার আগের স্যারের তো একটু পর পর ফোন আসতো।
স্যার : ও তাই।
ছাত্রী: আরে স্যার বোঝেন নাই , ঐ স্যারের প্রেমিকা ফোন দিত।
স্যার : ভালো, এখন পড়া টা শেষ করো কথা কম।
ছাত্রী : স্যার একটা প্রশ্নের উত্তর দেন, না হলে আমি পড়ব না।
স্যার : বলো কি?
ছাত্রী: আপনার জিএফ নাই কেন?
স্যার: আমার জিএফ নাই, এই কথা তোমাকে কে বলছে?
ছাত্রী: আরে স্যার এই ডিজিটাল যুগে আপনার ফোন বাজে না, তার মানে আপনি সিঙ্গল।
স্যার : আজাইরা পেচাল বাদ দিয়া লেখাটা শেষ করো।
ছাত্রী : আমি তো লিখতেছি। বলেন না কেন আপনার জিএফ নাই?
স্যার : আমি খুব জোড়ে হাটি আর মেয়ে খুব আস্তে হাটে। দুইজন পাশাপাশি হাটার বদলে আমি আগে হেটে চলে যাই। আর জিএফ রাগ করে ব্রেক আপ করে।
ছাত্রী: হাহাাহাহ.....স্যার আমি কিন্তু খুব ফাস্ট হাটি।
(চলবে)
(লেখাটি সম্পূর্ন কাল্পনিক)

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

মাকার মাহিতা বলেছেন: প্রেমানুগল্প, বেশ

২| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


ভালো টপিক নয়, ম্যাঁও প্যাঁও টপিক

৩| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

কৃষ্ণ কমল দাস বলেছেন: চাঁদ ভাই.......মন্তব্য করার জন্য ধন্যবাদ.....আপনার পোষ্টের অপেক্ষায় রইলাম । আশা করি মানুষের ভাষায় টপিক নির্বাচন করবেন।

৫| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৭

নীল-দর্পণ বলেছেন: বাহ! ভালই। স্যারে হাটতে রাজী হল কিনা তা জানার অপেক্ষায় রইলাম :)

৬| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৯

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বেশ মজা পেয়েছি।লেখক কে অসংখ্য ধন্যবাদ।
মাঝেমাঝে এমন বিনোদন না পেলে আমাদের চলবে কেন?শুভ কামনা।

৭| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০১

কৃষ্ণ কমল দাস বলেছেন: দ্রুতই জানবেন .......ধন্যবাদ মন্তব্য করার জন্য।

৮| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনাদের মন্তব্যই আমাকে অনুপ্রেরনা দেয়। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৪

হাফিজ হুসাইন বলেছেন: কিছু মনে করবেন না। শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা মানুষ গড়ে দেবে। কিন্তু আপনার পোষ্টে শিক্ষক কে বিপরীত চরিত্র মানে মানুষ ধব্বংসের কারিগরে উফস্থাপন করা হয়েছে।

১০| ০৭ ই নভেম্বর, ২০১৭ সকাল ৭:৩১

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি যা উপস্থাপন করতে চাইছি তা..........অহড়হ এই সমাজে ঘটে চলেছে। ..... আর সত্যি কথা হলো এখন খুব কম শিক্ষকে মানুষ গড়তে চায়, সবাই চায় নিজের জন্য কিভাবে একটা ফ্লাট কিনবে। ( মন্তব্য করার জন্য ধন্যবাদ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.