নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

ছাত্রী ( পর্ব ৩)

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

২য় পর্বের পর
( আজ স্যার একটু ভীত কারন কাল ছাত্রী রাগ করে পড়ে নাই)
স্যার: পড়া হয়েছে সব?
ছাত্রী : আপনি কেন আসেছেন? আমি পড়ব না।
স্যার : কেন?
ছাত্রী: আমি তো দুষ্ট , আমি তো খারাপ, তাই আমাকে পড়ানো লাগবেনা।
স্যার : আমার কাজই তো দুষ্ট ও খারাপদের ভালো করা।
ছাত্রী : আসছে ওনি ভালো করতে? আপনি এমন কেন বলেন তো?
স্যার : কেমন?
ছাত্রী : কাল আমি স্বপ্ন দেখছি জানেন?
স্যার : জানার ইচ্ছা নাই, বই বের করো।
ছাত্রী : শুনেন না, স্বপ্নে দেখলাম, আপনি হাটতেছেন আর আমি আপনার পাশে দৌড়াইতেছি। আপনি স্বপ্নেও কেন জোড়ে হাটেন?
স্যার : আমি স্বপ্নে হাটি না ,ঘুমাই। আর স্বপ্নে তুমি আমাকে না মনে হয় বোল্ট কে দেখেছো।
ছাত্রী: বিরক্তিকর.....আপনার মধ্যে রোমান্টিকতা নাই।
স্যার : রোমান্টিক এর বাংলা কি?
ছাত্রী: ( চোখ মুখ শক্ত হয়ে গেছে) আমি জানি না আপনি স্যার আপনি বলেন।
স্যার: আমি তো রোমান্টিক এ না তো অর্থ কেমনে জানমু?
ছাত্রী: স্যার একটা ক্ষুদ্র প্রশ্ন ছিলো?
স্যার : না করলে খুশি হবো।
ছাত্রী: শিক্ষা হলো জাতির মেরুদন্ড। আর যে এই মেরুদন্ড বানায় সে শিক্ষক, ঠিক না স্যার?
স্যার : হুমম
ছাত্রী : যে লোহা দিয়ে জিনিস বানায় সে কামার, যে মাটি দিয়ে জিনিস বানায় সে কুমার, যে প্রেম দিয়া জিএফ বানায় সে প্রেমিক, এখন আমার প্রশ্ন হলো স্যার আপনি তো মহান শিক্ষক মানে মেরুদন্ড বানান, আর মেরুদন্ড তো হাড্ডি দিয়া বানানো, তাহলে আপনি সারা দিন বই আর পড়ালেখা নিয়া ক্যান পড়ে থাকেন? আপনি থাকবেন হাড্ডি নিয়া।
স্যার : চুপপপপপপপ.....আর একটা কথা বললে তোমার মেরুদন্ড ভাঙ্গবো।
ছাত্রী : আপনি পারবেন না....
স্যার : আমি তোমাকে আর পড়াবো না।
ছাত্রী: সত্যি স্যার......যাক বাঁচা গেলো আপনাকে আর স্যার বলতে হবে না।
(কাল্পনিক)
(চলবে)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৬

নূর-ই-হাফসা বলেছেন: মজার এ লাগছে ।চলুক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.