নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

ছাত্রী ( পর্ব -৪)

০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

(স্যারের ফোন অবিরাম চিৎকার করতাছে)
স্যার : হ্যালো কে?
ছাত্রী : কি করেন আপনি?
স্যার : ঘুমাইতেছিলামমমমম
ছাত্রী : কেন পড়াইতে আসেন নাই?
স্যার : তোমাকে আমি আর পড়াবো না। আমি অবসর নিছি।
ছাত্রী : হাহাহা.. স্যার পেলেয়ার্স মুভির ওই ডায়লগ টা শুনেন নাই " এক চোর কাভি রিটায়ার্ড নেহি হুতি" । তো আপনি কেমনে অবসর নিলেন?
স্যার : আমি চোর? তোমার এমন মনে হয়?
ছাত্রী : চোর এ তো।
স্যার : তো কি চুরি করছি শুনি? ( রাগ করে)
ছাত্রী : সেটা যদি বুঝতেন তাহলে জিজ্ঞাসা করতেন না।
স্যার : এই কারনে আমি তোমাকে পড়াবো না কারন তুমি মহিলা বিদ্যাসাগর, সব জানো।
ছাত্রী: না পড়াইলে কাকে পড়াইবেন?
স্যার : তুমি ফোন রাখো , কাজ আছে।
ছাত্রী : কি কাজ বাথরুম পাইছে না কি.....হাহাহা
স্যার : হুমম পাইছে খুশি? এবার ফোন রাখো।
ছাত্রী : কেন আপনার বাথরুমে কি কমোড নাই? কমোডে বসে কথা বলেন।
স্যার : না আমার ঝুলন্ত পায়খানা।
ছাত্রী : স্যার পায়খানা কেমেন ঝুলে? পায়খানার কথা শুনে একটা প্রশ্ন মনে আসছে করি স্যার?
স্যার : তোমাকে না বললেও করবা....তাই অনুমতি নিয়া ক্যান লজ্জা দাও।
ছাত্রী : শুনেন না স্যার ঘটনা কি হইছে, কয় দিন আগে ছোট ভাইকে ইউনিসেফ এর কাজ পড়াইতেছিলাম, ইউনিসেফের একটা কাজ হলো স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করা, এখন আমার ছোট ভাই প্রশ্ন করে যে আপি স্বাস্থ্যসম্মত পায়খানা কেমনে তৈরি করে....আর পায়খানা মানে তো ঘু....ঘু আবার স্বাস্থসম্মত কেমনে হয়? বোঝেন স্যার পায়খানা নিয়া কি কান্ড....তার মধ্যে আপনি আবার ঝুলন্ত পায়খানা নিয়া আসেন....
স্যার : চুপপপপপপপপ.......
(চলবে)
( কাল্পনিক)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭

সুমন কর বলেছেন: B-) কিছু শব্দ বেশ মজার ছিল।

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৫০

কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.