নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

ছাত্রী (শেষ পর্ব )

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

(পুরো পড়ার অনুরোধ রইল)
ছাত্রী : আমি আপনার কাছ থেকে এমন ডায়লগই আশা করেছিলাম । সবাই বলে ভালো করে পড়ো , এটা করো, ওটা করো । এই সব কিছুর মানে হলো, ভদ্র ভাবে রিজেক্ট করা।
স্যার : জেরিন , তুমি কি চাও?
ছাত্রী : আমি আপনাকে চাই ।
স্যার : সম্ভব না।
ছাত্রী : আমি কি জানতে পারি কেন?
স্যার : দেখ, আমি খুব সাধারন পরিবারের ছেলে টিউশনি করে নিজের খরচ চালাই । আমি জানি শিক্ষকতা একটা মহান পেশা । আর আমি সেই মহান কাজর সম্মান নষ্ট করেত পারেবা না । আমি তোমার সাথে প্রেম করলে সবাই আমকে না আমার পেশাটাকে অপমান করবে । যা সারা জীবন কষ্টের বোঝা হয়ে থাকবে । আর আমার জন্য সকল শিক্ষক লজ্জিত হউক তা আমি চাই না ।
ছাত্রী : প্লীজ
স্যার : দেখো যখন তোমার মা তোমাকে পড়ানোর দায়িত্ব আমাকে দেয় তখন অনেক বিশ্বাস নিয়ে আমার ওপর ভরসা করেছেন । এখন আমি যদি তার ভরসা নষ্ট করি তবে তিনি সারা জীবন আর কোন শিক্ষক কে ভরসা করতে পারবে না । আমার করা কাজের জন্য অনেক অসহায় ছেলে আর টিউশনি পাবে না । সবাই সন্দেহ আর ঘৃনার চোখে দেখবে । বলো তুমি কি তাই চাও?
ছাত্রী : এখন আমি কি করবো ? আমি আপনাকে সত্যিই ভালোবাসি ।
স্যার : কেন ভালোবাসো বলতে পারো ? আর ধরো প্রেম হলে বা কি করবে?
ছাত্রী : জানি না ।
স্যার : আমি জানি , কয়েক দিন ঘুরা -ফেরা, তারপর হাত ধরাধরি , একসময় তা বিছানা পর্যন্ত যাবে । এরপর সব অন্য রকম হয়ে যাবে। তখন হয় তুমি আমাকে ছেড়ে যাবে না হয় আমি তোমাকে । কেউ সুখে থাকবো না।
ছাত্রী : আপনি ভুল বলতেছেন ( চোখের জল পড়তেছে)
স্যার : হয়ত এখন ভুল মনে হতে পারে । কিন্তু সময় আমাকে শিখিছে অনেক কিছু । আমি আমার নিজের জন্য শিক্ষকের সম্মান নষ্ট করতে পারবো না । সবাই যাই বলুক । আমারা গৃহশিক্ষক বা গৃহপালিত শিক্ষক যা হই না কেন আমাদের সম্মান হলো আমারা জাতির মেরুদন্ড গঠন করি কিন্তু জাতির মেরুদন্ড দূষন করি না । Sorry.
( আমার এই লেখা গৃহশিক্ষকদের জন্য যারা সমান্য টাকার জন্য জীবনের মূল্যবান সময় বিক্রি করে অন্য কারো ভবিৎষত গড়ে দেয় । কিন্তু কিছু শিক্ষক নামের নীতিহীন মানুষের জন্য আজ শিক্ষকরা অবিশ্বাসের মূর্ত প্রতিক হয়ে উঠেছেন)
(কাল্পনিক)
ধন্যবাদ

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৭

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল ।শিক্ষক এর সাথে প্রেম আমার একদম পছন্দ না । আমি দেখেছি যারা শিক্ষক কে বিয়ে করে সারাজীবন তারা স‍্যার বলে ডাকে । ব‍্যতিক্রম ও আছে ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ ........মন্তব্য করার জন্য।

২| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ভাল কথা বলেছেন । ধন্যবাদ ।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: THANKS for your Comment ..

৩| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আমার এক পরিচিত তার ছাত্রিকে বিয়ে করেছিল।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: তাদের দাম্পত্য জীবন কেমন চলে?

৪| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ভাল, কোন ঝামেলা নেই। দুই সন্তান আছে।

১২ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৪৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: শুভ কামনা রইলো তাদের জন্য.....

৫| ১২ ই নভেম্বর, ২০১৭ রাত ২:২৮

ওমেরা বলেছেন: আপনার লিখা তিন পর্বই পড়েছি । আপনার শেষের কথা গুলো সুন্দর। তবে একটা মেয়েকে একাকী একটা ছেলের কাছে পড়তে দেওয়া ঠিক না।

৬| ১২ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: ছেলের কাছে পড়তে দেওয়া ঠিক ...না....কিন্তু একজন প্রকৃত শিক্ষকের কাছে দিতেই পারেন।

৭| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

নীল-দর্পণ বলেছেন: বেশ ভাল লেগেছে আপনার ছাত্রী সিরিজ।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫২

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৮| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:১৮

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল।

১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩১

কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks

৯| ১২ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: পুরো সিরিজটা পড়ে শেষ করলাম।

কাল্পনিক না হয়ে বাস্তব কোন ঘটনা নিয়ে লিখলে লেখাটার মান, গুন আরো বৃদ্ধি পেত।

তারপরও ভাল হয়েছে।

একটা সত্য মেসেজ আছে। যা মনে রাখলে সবার জন্যই ভাল।

ভাল থাকুন কমল।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমাদের কল্পনা.....কোনা না কোন বাস্তবকে দেখায় অনেক সময় আমারা বুঝতে পারি না.......ধন্যবাদ #সরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.