নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

সোফিয়া সাথে প্রেম ( কাল্পনিক)

১২ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৬

(প্রিয়লাল জীবনে বহুত প্রেম করে আশাহত হয়ে , পুনরায় সোফিয়াকে দেখে আশার সঞ্চার করলো)
(এবং তার বন্দু মোহন এর কথোপকথন)
প্রিয়লালঃ বন্ধু তোকে খুব দরকার ।
মোহনঃ ক্যান আবার কি অকাম করছোস্।
প্রিয়লালঃ দ্যাখ তুই তো সব জানাস্… আমার সব প্রেমিকা ভুল বুঝে আমাকে ছেড়ে চলে যায়।
মোহন ঃ কস কি তোর পাশের বাসার টার কি হয়েছে?
প্রিয়লালঃ ওইটা ওয়াই –ফাই পাসওর্য়াড ঝামেলায় চলে গেছে।
মোহনঃ কস কি ? ব্যাপার টা একটু খুলে বলতো ।
প্রিয়লালঃ আরে ভাই , একদিন ওই মেয়ে আমার কাছে আমার ওয়াই –ফাই পাসওর্য়াড চাইলো । আমি বললাম Fuck You । মানে আমার ওইটা ওয়াই –ফাই পাসওর্য়াড ছিলো , কিন্তু ওই মেয়ে ভুল বুঝে আমার সাথে ব্রেক আপ করলো ।
মোহন ঃ হাহাহা …..কপাল তো এখন কি করবি?
প্রিয়লালঃ দোস্ত আমি সোফিয়ার লগে প্রেম করমু।
মোহন ঃ এইটা আবার কে ?
প্রিয়লালঃ আরে রোবট সোফিয়া ।
মোহন ঃ রাতে কি বাবার দরবারে গেছিলি। প্রিয়লাল ভাই আমার পাগলামি বন্ধ কর।
প্রিয়লালঃ না ভাই , পাগলামি না । আমি অনেক ভেবে সিন্ধান্ত নিছি।
মোহন ঃ কি ভাবলি?
প্রিয়লালঃ দেখ , প্রথমমত ও আমাকে পেইন দিবো না । আমার কোন টাকা খরচ হবো না । মানে বিভিন্ন রেস্টুডেন্ট এ খাওয়ার বিল দেওয়া লাগবো না । কারন ও তো বিদ্যুৎ খায় ।
মোহন ঃ চিন্ত খারাপ না । কিন্তু ওর মাথায় তো চুল না্ই । টাকলা প্রেমিকা । সবাই তো হাসবো ।
প্রিয়লালঃ আরে বলদ মাথায় চুল থাকে বোকা মেয়েদের । মাথায় গোবর থাকলে চুল বেশি গজায় । ওর মাথায় চুল নাই , মানে মাথায় সব বুদ্ধি।
মোহন ঃ তাই বলে বোবটের সাথে প্রেম । এই প্রেমের ভবিষৎত নাই।
প্রিয়লালঃ সালা মানুষের সাথে যত গুলা প্রেম করলাম , সেগুলার ভবিষৎত তো চোখের সামনেই দেখলি । সব ছেড়ে চলে গেছে। কিন্তু ভাই সোফিয়া আমাকে ছেড়ে কখনো যাবে না । কারন মানুষ বেইমানি করতে পারে কিন্তু রোবট কখনো বেইমানি করবো না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:১৮

লেখা পাগলা বলেছেন: ভাল লেখা।

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: বাহ !!

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.