নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

শাস্তি ( পর্ব -১)

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:২৫

( আদালত , বিচার চলছে ) ( সম্পূর্ন কাল্পনিক)
বিচারকঃ বাদী পক্ষের উকিল আপনি সমাপনী বক্তব্য পেশ করুন।
বাদী উকিল ঃ মহামান্য আদালত আপনি সকল সাক্ষী প্রমান দেখেছেন এবং শুনেছেন । এতে সম্পূর্ন্ রূপে প্রমান হয় যে আসামি ইমন খান বা শ্যুটার ইমন দোষী। জনাব , ইমনের মত জঘন্য অপরাধী, যে ১৩ টি খুন ও অসংখ্য অপহরনের মত অপরাধ করেছে । এমন অপরাধী সমাজের জন্য হুমকি । সমাজে যদি এমন অপরাধী থাকে তো সমাজ মানুষের জন্য বাসঅযোগ্য হয়ে যাবে । বলা যায় না যে আর কত নিরীহ মানুষের জীবন চলে যাবে। শ্যুটার ইমন টাকার জন্য যে কাউকে মেরে ফেলতে পারে । তাই মাননীয় আদালতের কাছে আমার আবেদন শ্যুটার ইমনের যেন সর্বোচ্চ শাস্তি হয়।
বিচারক ঃ ইমন খান , আপনি সম্পূর্ন মামলায় চুপ ছিলেন । নিজের কোন উকিল রাখেন নাই । আপনি কি আপনার সব আপরাধ স্বীকার করে নিয়েছেন?
ইমন ঃ জ্বী।
বিচারকঃ আপনি কিছু বলতে চান ?
ইমন ঃ জ্বী।
বিচারক ঃ বলুন।
ইমন ঃ আমি জীবনে অনেক আপরাধ করেছি । ১৩ টা খুন , ১৪৫ টা অপহরন । তারপর আমি নিজেই আত্মসর্মপন করেছি । চাইলে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করতে পারতাম । কিন্তু আমি তা করি নি । কারন আমি দেখতে চাই আইন কাকে শাস্তি দেয় ? জর্জ সাহেব আমি জানতে চাই আইন কাকে শাস্তি দেয়?
বিচারকঃ অব্যশই অপরাধীকে ।
ইমন ঃ যে খুন করে সে অপরাধী কিন্তু যে খুন করায় সে কি অপরাধী?
বিচারকঃ আবশ্যই অপরাধী।
ইমন ঃ তাহলে একটু আগে বাদী পক্ষের উকিল সাহেব বললেন আমি সমাজের জন্য হুমকি । আমি তো শুধু টাকার জন্য আমার ওপর দেওয়া দায়িত্ব পালন করি যেমন আপনি করেন , উকিল সাহেব করনে । তাহলে কে বেশী অপরাধী যে দায়িত্ব পালন করে সে, না যে দায়িত্ব পালন করার জন্য আদেশ দেয় ? আমি যদি দায়িত্ব পালন করে সমাজের জন্য হুমকি হই তবে যারা আমাকে দায়িত্ব প্রদান করেছেন তারা সমাজের জন্য কি? উকিল সাহেবের কাছে জানতে চাই।
বিচারক ঃ আপনার পালন করা দায়িত্ব যদি কারো জীবন কোড়ে নেয় তবে তা অপরাধ । আর অপরাধ করা দায়িত্ব হতে পারে না । আর আপনি যাদের কথা বলতে চেয়েছেন তারাও অপরাধী ।
( চলবে)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪২

আবু তালেব শেখ বলেছেন: ভালো লেগেছে

১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২

কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলবে কেন ? শেষ করেন প্লিজ...

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: শেষ হবে ....খুব তাড়াতাড়ি

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩৩

প্রামানিক বলেছেন: এটা পর্ব না করলেই ভালো ছিল।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: এখনো অনেক কিছু বলার আছে যা পর্ব ছাড়া এক বারে বলা কঠিন। ধন্যবাদ

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: অসাধারণ প্লট। তাড়াতাড়ি শেষ করুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: অব্যশই শেষ হবে .।ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.