নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

চিন্তা

২২ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

অনুঃ আমাকে কান্না সম্পর্কে বলো
অনিকঃ কান্না সম্পর্কে কি জানতে চাও?
অনুঃ আমারা কাঁদলে চোখের জল কেন পড়ে?
অনিকঃ কখনো মুষল ধারে বৃষ্টি হতে দেখেছো ?
অনুঃ দেখেছি।
অনিকঃ মুষল ধারে বৃষ্টি হলে প্রকৃতি শান্তি পায় , প্রকৃতি তার সব কষ্টকে জল রূপে সর্বত্র ছরিয়ে দেয় কারন জল খুব সহজে প্রকৃতির রুক্ষতাকে সজীব করে তোলে। ঠিক তেমনি মানুষও যখন কান্না করে তখন তার চোখ দিয়ে জল পড়ে। আর তারপর সে শান্তি পায়। কিন্তু সমস্যা টা হলো মানুষ জল ছাড়া কাঁদে তখন তা মানুষের ভেতর টা কে আরও রুক্ষ করে দেয়। তাই যারা অশ্রুবিহীন কান্না করে তারা শান্তি পায় না।
অনুঃ কাকে তুমি বেশি ভালো বলবে , যে অশ্রু সহ কাঁদে তাকে না যে অশ্রুবিহীন কাঁদে তাকে?
অনিকঃ যে অশ্রুসহ কাঁদে সে খুব সহজে সুখী হয় আবার খুব সহজে দুঃখ পায় । আর যে অশ্রুবিহীন কাঁদে সে কোনদিন সুখী হয়না বরং সমাজের জন্য হুমকী হয় । তবে পৃথিবী তাদের মনে রাখে। অনেক সময় তারা অনেক মানুষের কান্নার কারন হয়।
অনুঃ কান্না বাদ দাও হাসি সম্পর্কে বলো।
অনিকঃ হাসি হলো খুব রহস্যময় এক আচারন যা বুঝতে পারা কঠিন । মানুষ খারাপ ভালো দুই রকমের কাজের পরই হাসতে পারে । কেউ খুন করে হাসে , কেউ প্রেমে পড়ে হাসে ।
অনুঃ বলতে পারো আমি কেন তোমকে হাসি কান্না নিয়ে প্রশ্ন করলাম?
অনিকঃ কারন তুমি অনেক দিন কাঁদো নি । এখন তুমি মুষল ধারে বৃষ্টির মত কান্না করবে , তারপর প্রেমের হাসি হাসবে।
অনুঃ তুমি কি জানো আমার কান্নার কারন?
অনিকঃ জানি , কিন্তু বলতে ইচ্ছা হচ্ছে না।

( কাল্পনিক নয় সত্য )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.