নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

আমার ১০০ তম ও শেষ লেখা

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৩০

হয়ত এইটাই আমার শেষ লেখা্ । সবাই ভালো থাকবেন । যদি কাউকে মনের অজান্তে কষ্ট দেই তাহলে ক্ষমা করে দিবেন।

কারো ছেড়ে চলে যাওয়া কতটা কষ্টের তা বুঝা যায় সেই মানুষটা না থাকলে । সেই মানুষটা যে আপনার প্রতিটা ছোট ছোট ব্যাপারে খোজ রাখতো। সেই মানুষটা যে আপনার প্রতিটা খারাপ সময়ে আপনার মেন্টর হিসেবে কাজ করতো। সেই মানুষটা যে আপনার কাধে মাথা রেখে সবচেয়ে শান্তি অনুভব করতো । সেই মানুষটা যে আপনার সাথে বৃষ্টিতে ভিজতো। সেই মানুষটা যে আপনার সাথে বসে আপনার হাতে হাত রেখে আপনাকে বলতো আমি আছি। সেই মানুষটা যে আপনাকে নিজের হাতে রান্না করা খাবার নিজের হাতে খাইয়ে দিতো।

সেই মানুষটা কে যখন আপনি ধরে রাখতে কিছুই করতে পারবেন না তখন পৃথিবীতে আপনি নিজেকে সবচেয়ে অসহায় মনে করবেন । আর সেই অসহায়ত্ব যে কি যস্ত্রনার যা সহ্য করার অসীম ক্ষমতা সবার থাকে না ।

না ধরে রাখতে পারার যে কষ্ট তা আপনাকে তাড়া করে বেড়াবে সারা জীবন । যত দিন বেচে থাকবেন ততদিন আপনি কষ্ট পাবেন যে আপনি কিছুই করতে পারেন নি যখন আপনার সবচেয়ে প্রিয় মানুষটি কাঁদতে কাঁদতে বলল যে আপনার সাথে বাকী জীবন পার করতে চায়।

সময় পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক।

তুমি চলে গেলে
আমি হব খুব একলা
আমার আকাশে হবে না
বৃষ্টি, থাকবে মেঘলা।

তুমি চলে গেলে
থাকবে না আকাশে তাঁরা
আমার স্বপ্ন গুলো সব
শিশু বয়সে যাবে মারা।

তুমি চলে গেলে
সাগর হারাবে ঢেউ
তোমার জন্য নির্জনে
বসে কাঁদবে ঠিকই কেউ।

ধন্যবাদ । ভালো থাকবেন সবাই ।


মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: :(:(:(
কেন লিখবেন না? সমস্যা কী? সেটা তো বলবেন।।

না লিখলে যদি ভালো থাকেন, তবে লেখার দরকার নেই।

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: লিখতে ভালো লাগে না ....................কারন জীবন সর্ম্পকে কোন দিন লেখা শেষ হবে না। যার শেষ নেই সেই কাজ করতে আনন্দ নাই।

২| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


কম লিখেন, কম ভাবেন, তারপরও থাকেন; ব্লগে আলোক আছে

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই আমার চিন্ত জগৎ সীমাবদ্ধ হয়ে গেছে । তাই আমি যদি এখন লেখা চালিয়ে যাই তবে তা হবে শুধু অখাদ্য।

৩| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫১

শাহিন বিন রফিক বলেছেন: তাহলে শুধু পড়তে থাকেন

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: জ্বী .....পড়বো। ধন্যবাদ

৪| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৭

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: নিজের জন্য নয়, মানুষের জন্য লিখুন, সমাজের জন্য লিখুন, দেশের জন্য লিখুন। ভাল লাগবে।

মন্তব্যে সবাই আপনাকে লেখার জন্যই বলবে।।
তাই ভাবুন, কয়েকদিন চিন্তা করুন। তার পর সিদ্ধান্তটা নিন।।

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০০

কৃষ্ণ কমল দাস বলেছেন: অব্যশই ......এখন সিদ্ধান্ত নেওয়ার মত অবস্থায় হয়ত আমি নাই। জানেন নিজে ভালো না থাকলে সমাজ, দেশ এইসব নিয়ে চিন্তা করা কঠিন।
ভালো থাকবেন । আমার জন্য দোয়া করবেন।

৫| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০২

১৯৭১ মুক্তি বলেছেন: প্লিজ!! আপনি যাবেন্না।

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি মানসিক ভাবে একটু কষ্টে আছি যদি কোন দিন ঠিক হতে পারি তো অবশ্যই ফিরব।
ধন্যবাদ।

৬| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: নিজেকে সময় দিন। এবং প্রাণবন্ত হয়ে ফিরুন। এটাই চাওয়া।

১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ।..........ছেলেরা অনেক দায়িত্ব নিয়ে জন্মগ্রহন করে । এত দায়িত্বের মাঝে নিজের জন্য সময় বলে কোন কথা নেই।

৭| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: থাকুন, ইন্টাররেস্টং কিছু মনে পড়লে লিখুন, মনে না পড়লে শুধুই পড়ুন।

৮| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৮

মাআইপা বলেছেন: এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা ২ বছর ৪ মাস। আপনাদের মত অভিজ্ঞরা লিখবেন, পথ দেখাবেন আর আমরা নতুনের দল সেই পথে হাঁটবো।
কিছুদিন সময় নিন।

৯| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

কামরুননাহার কলি বলেছেন: সত্যি সত্যি কি আপনি ব্লগ থেকে চলে যাবেন। নাকি দুষ্টামি করছেন, এমনি এমনি লেখাটি লেখেছেন ভাইয়া?

১০| ১৪ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৫

Sujon Mahmud বলেছেন: ভালো থাকবেন......ফিরে আশার অপেক্ষায় থাকবো

১১| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: ২ বছর ৪ মাস আর ১০০টি পোস্ট স্মৃতি হয়ে থাকবে।

সব ঠিক হয়ে গেলে আবার ফিরে আসবেন।

এ যাওয়া শেষ যাওয়া নয়।

ভাল থাকবেন কমল।

১২| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আর আজকে প্রথম আপনার লেখা পড়লাম। :(

১৩| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২১

নূর-ই-হাফসা বলেছেন: কেউ চলে গেলে খুব কষ্ট হবে ,হঠাৎ জীবন থমকে যাবে, মনে হবে একা চলতে পারবো না । কিন্তু কিছু দিন পর সব কিছু ঠিক ভাবেই চলবে , খুব আপনজন হারালে বিশেষ ক্ষনে মনে পড়বে ।
আপনার কি কেউ চলে গেছে ? মন খারাপ করা লেখা। জীবন টা এমনি , বড় হবার সাথে সাথে হাজার না পাওয়া তাড়া করবে ,তবুও ভালো থাকতে হয় নিজের জন্য আর প্রিয় মানুষদের জন্য ।
লিখতে ভালো লাগছে না , বেশ তো । বিরতি নিন । একটানা কোন কিছু ভালো না লাগাই তো স্বাভাবিক ।
যখোন ইচ্ছে হবে ফিরে আসবেন । শেষ বলে কি আধো কোনও কথা আছে? না হয় বছর দশেক বিরতি নিন ,কর্মজীবন শেষ এলে অবসর সময় লিখে কাটাবেন ।
আর কারোও উপর ক্ষোভ হলে ১০১ টা ঝাড়ি তার ব্লগে গিয়ে দিয়ে আসুন । না পারলে বলবেন আমরা দিয়ে দিবো ।

১৪| ১৪ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: আপনি হয়তো হতাশায় ভূগছেন।

হতাশা কেটে যাবে।
ব্লগে থাকুন।

১৫| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৬

সুমন কর বলেছেন: আপনি পোস্ট বেশি দেন এবং মন্তব্য করেন না বা অন্যদের ব্লগ পড়েন না.......এ কারণে সামুর ব্লগাররাও আপনাকে সেভাবে চিনে উঠতে পারেনি। এটা ফেসবুক নয়, শুধু লিখলেন আর লাইক পেলেন..........কিছু মনে করবেন না, কথাগুলো সকল ব্লগারের জন্য প্রযোজ্য। আপনি সময় করে নিয়মিত হোন, এটাই প্রত্যাশা থাকবে।

ব্লগেই থাকুন।

১৬| ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১:০৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৭:৩৫

মলাসইলমুইনা বলেছেন: জীবনের মানে খুঁজতে খুঁজতেই কত মানুষেরইতো এক জীবন পার হয়ে যায় | তাই বলেতো জীবন শেষ করে দেয়া যায় না | ব্লগের ব্যাপারটাও তেমন করে দেখুন | অনেক কিছুই হয়তো পাওয়া হবে না তাড়াতাড়ি তাতেই ব্লগিং শেষ করে দিতে হবে তেমন করে ভাববেন না | লিখুন নিজের ইচ্ছে মতো,পড়ুন খুশিমতো, অন্যদের লেখায় মন্তব্য করুন পছন্দমতো | দেখেবন খুব একটা খারাপ লাগছে না |

১৮| ১৫ ই মার্চ, ২০১৮ সকাল ৯:১৫

নতুন নকিব বলেছেন:



হতাশার ভেতরে জীবনের কোনো মানে খুঁজে পাবেন না। আপনি একটু রেস্ট নিন। মনটাকে ফ্রেশ হতে দিন। সম্ভব হলে কোথাও বেড়িয়ে আসুন না, কিছু দিনের জন্য। নিজের অজান্তেই দেখবেন, আপনি ব্লগে আবারও নিয়মিত হয়ে গেছেন।

ভাল থাকুন।

১৯| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০

তারেক ফাহিম বলেছেন: সঙ্গে থাকুন।
না লিখলেও থাকুন, সামু, আপনার জন্য রম নিয়ে আসবে যা পড়লে এমনিতেই মন ভালো হয়ে যাবে।

২০| ১৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কেন ভাই এইটা শেষ লেখা? আমি ব্যক্তিগতভাবে চাই আপনি আরো লেখেন। ধন্যবাদ।

২১| ১৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনাদের সবার ভালোবাসা আমাকে ফিরিয়ে আনবে। আপনাদের ভালোবাসার কাছে আমি হেরে গেছি। ফিরে আসবো খুব দ্রুত। ধন্যবাদ সবাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.