নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

প্রেম কি?

২৫ শে মে, ২০১৮ রাত ৮:৩৯

প্রেম কি ?
এই প্রশ্নের উত্তর একেক জন একেক রকম করে দিবে । কিন্তু কিছু ব্যাপার থাকে যা সব ক্ষেত্রে সমান ।
প্রেম হলো মানুষের অবাধ্য অনুভূতির নাম। মানুষ শত চেষ্টা করেও এ্ই অনুভূতিকে দমন করতে পারে না । আর প্রেমের ক্ষেত্রে কোন নিয়ম নেই। আর যে জিনিসের কোন নিয়ম নেই সে জিনিস সব সময়ই যথেষ্টে ক্ষতির কারন হয়।

মানুষের জীবনে প্রেম এক শক্তিশালী দূর্বলতা। মানুষ যখন কারো প্রেমে পড়ে তখন সে ঐ ব্যাক্তির সকল মন্দ কাজ মেনে নেয়। তাকে হাজার অবহেলা করলেও সে তার ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যায় না। যেতে পারেও না। আর এই দূর্বলতার সুযোগ কাজে লাগিয়ে প্রকৃত ভালোবাসার মানুষটা এক রকমের গোলাম বানিয়ে রাখা হয়। তাকে দিয়ে খারাপ কাজ কারাতেও বাধ্য করা হয়।

একটা ঘটনা বলি , গত কয়েক বছর আগে আমি একটা সম্পর্ক ভেঙ্গে যেতে দেখেছি। আমি সেদিন দেখেছি ছেলেটার চোখের জল , কিন্ত মেয়েটা কঠিন ছিলো । সর্ম্পক ভেঙ্গে যাওয়ার বিশেষ কোন কারন ছিলো না ।
ছেলেটা খুব ভালোবাসত মেয়েটা কে। সর্ম্পক ভাঙ্গার পর মেয়েটা অনেক গুলো প্রেম করে । কিন্তু ছেলেটাকে আমি নিজে দেখেছি সর্ম্পক ভাঙ্গার পর কোন মেয়ের দিকে তাকাতো না । আমি অনেক বার বলেছি , এই বার একটা প্রেম কর। কিন্তু ও বলতো .........জুই ফিরে আসবে । আমি কত বার বলেছি যে তুই স্বপ্ন নিয়া বসে আছিছ। আমি এই সব বলতাম বলে ও আমাকে বলত "না রে এখন আর জু্ইর কথা ভাবি না। "

কিন্তু আমি জানতাম ও জু্ইর সাথে কথা বলত । এমন কি দেখা ও করত। সবচেয়ে অবাক করার মত বিষয় হলো আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ও জুইকে দেয় । আর জুই তার এক প্রেমিকের সঙ্গে সেই টাকা দিয়ে সিনেমা দেখতে যায়।
আমি সব কিছু জা্নতাম , আর চুপচাপ দেখতাম । আমি দেখতে চাইছি প্রেম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। এই ভাবে চলল ২ বছর ।
কিন্তু একটা সময় মনে হলো যে এই বার সব শেষ করতে হবে । তাই আমি ও কে সব বলে দেই । কিন্তু বলতে গিয়ে আমিই বড় রকমের ধাক্কা খাই । কারন ও সব কিছু আগে থেকে জানত। মানে ও জুইর সব অপরাধ মেনে নিত। ও এখনো মনে করে জুই ফিরবে , কিন্তু আমি জানি জুই যখন ফিরবে তখন জারিফ তখন শেষ হয়ে যাবে।

এই ঘটনা আমাকে এখনো নাড়া দেয় , একটা মানুষ কতটা ভালোবাসলে সব কিছু বোকার মত মেনে নিতে পারে । তাই আমি বলি প্রেমে কোন যুক্তি খাটে না । আর প্রেম হলো মানুষের সবচেয়ে বড় দূর্বলতা ।

দেখুন আমার দেখা এই সর্ম্পক থেকে আমি একটা জিনিস শিখেছি তা হলো কাউকে এমন ভাবে ভালোবাসবেন না যাতে আপনি আপরাধ করতে হয়। সবার আগে নিজের ওপর প্রভুত্ব করতে শিখুন তারপর প্রেম।

( আমার এই লেখা বাস্তব থেকে নেয়া )
( চরিত্র গুলোর নাম কাল্পনিক)

মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ দারুন তো!

২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫০

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫৫

একদম_ঠোঁটকাটা বলেছেন: আপনার বন্ধুটি ১নং বলদ।

একজন নারী যিনি সবজি বিক্রি করে একটি হাসপাতাল নির্মাণ করেছেন।

২৫ শে মে, ২০১৮ রাত ৮:৫৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: জ্বী ...আপনার, আমার দৃষ্টিকোন থেকে বলদ.....প্রেমের দিক থেকে হয়ত ঠিক।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৩| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০০

ইব্রাহীম সাজ্জাদ বলেছেন: ভালো বলেছেন ভাই। আমি আপনার সাথে একমত। সময় পেলে আমার ব্লগটাও একটু ঘুরে আসবেন।।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:০২

কৃষ্ণ কমল দাস বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ...............................অব্যশই আপনার ব্লগে ঘুরে আসবো।

৪| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০২

রাজীব নুর বলেছেন: এবং আপনাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, প্রেম করা সহজ। কিন্তু টাকা ইনকাম করা অনেক কঠিন।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: রাজীব ভাই টাকা কি জিনিস ..তা আমি খুব ভালো করে বুঝি। .....আপনার অভিজ্ঞতা বলার জন্য ধন্যবাদ।

৫| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৪

রসায়ন বলেছেন: রিয়েল প্রেম করবে আর বাঁশ খাবে না তাই কি হয় । আপনার বন্ধুর জন্য শুভকামনা ।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ......শুভ কামনা ও কাছে পৌছাতে পারবো না ।

৬| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:০৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: লেখার শুরুতে প্রেম সম্পর্কে আপনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলির সাথে আমি একমত। তবে যে ছেলেটা আর জুঁই নামের যে মেয়েটার প্রেম কাহিনী বলেছেন, সেখানে আমার মনে হয় ভালোবাসা ছিল এক তরফা। আর একতরফা ভালোবাসাকে কখনই প্রেম বলা যাবে না। প্রকৃত প্রেমের কোনো বিচ্ছেদ নাই।
হয়তো ছেলেটার অতি উৎসাহ দেখে মেয়েটা কিছুদিন ছেলেটাকে সময় দিয়েছে। কিন্তু যখন বিরক্ত হয়েছে তখন ব্রেকাপ করেছে।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:১০

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি খুব কাছ থেকে ওদের প্রেম দেখেছি.......................আপনাকে শুধু এইটুকু বলি .........আমার বন্ধু জুইকে প্রপোজ করে নি ....জুই ওকে প্রপোজ করছে..............বাকীটা আপনি বুঝে নিন।

৭| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:১৪

সোহাগ তানভীর সাকিব বলেছেন: আপনি কিন্তু লেখায় বলেন নি, যে মেয়েটি ছেলেটিকে প্রেমপ্রস্তাব দেয়। যাই হোক, যা বুঝার তা এখন বুঝে নিয়েছি। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:১৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই সব কিছু লেখা যায় না.........আর ইচ্ছাও হয় না।
মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়।

২৫ শে মে, ২০১৮ রাত ৯:২৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: হয়ত

৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:০৩

অনুতপ্ত হৃদয় বলেছেন: একতরফা প্রেম এটা কি কখনো সফল হতে শুনেছেন ভাই?

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: না

১০| ২৫ শে মে, ২০১৮ রাত ১০:৫৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: জারিফের ব্যাপারগুলো বুঝে নিতে আমাকে বেগ পেতে হয়নি। কারণ আমিও এই একতররফা ভালোবাসা নামক ব্যাধির শিকার ছিলাম, যদিও এখনো পুরোপুরিভাবে নিজেকে সংযত করতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি। ফ্রেন্ডরা আমাকে আজো সাইকো বলে ডাকে। যাইহোক সময় পেলে সেসব অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে।

ব্লগে নতুন এসেছি, আমার ব্লগটা ঘুরে দেখে আসার আমন্ত্রণ রইলো। সাথে কিছু সমালোচনা করে আমাকে কৃতার্থ করবেন।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১১| ২৬ শে মে, ২০১৮ সকাল ১০:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই টাকা কি জিনিস ..তা আমি খুব ভালো করে বুঝি। .....আপনার অভিজ্ঞতা বলার জন্য ধন্যবাদ।

ভালো থাকুন।

১২| ২৬ শে মে, ২০১৮ দুপুর ১:১২

কথার ফুলঝুরি! বলেছেন: প্রেম শুধু অবাধ্য নয়, প্রেম একটি প্রতিবন্দি অনুভুতি যার চোখ, কান, বিচার, বিবেক বলতে কিছু নেই।

২৭ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.