নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

কবি কলঙ্ক

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪


( ছবিঃ ফেইসবুক থেকে নেওয়া)
কবিতার বৃষ্টিতে এখন
আর হয় না ভেজা,
বদ্ধ ঘরই এখন
আমার আঁধার ভালোবাসা।

তুমি জড়িয়ে আছো
তোমার বইয়ের পাতায়,
তাই এখন আর কবিতাগুলো
যাচ্ছে না মাথায়।

তুমি চলে গেছো
কোন নিয়ে যাও নি বই?
তোমার বইয়ের মাঝে
আমি তোমায় খুজে লই।

তুমি তো জানতে যে
তোমার সব কবিতাই অমূল্য,
শুধু তুমিই আজ
হয়ে আছো তুচ্ছতাছিল্য।

এই অমূল্য কবিতার
কি মূল্য আছে ?
যদি না তাতে তোমার
সম্মান টুকু না বাঁচে।

তুমি চলে গেলে
তোমার কবিতা হলো বিখ্যাত,
নতুন পৃথিবী তো কখনো
বুঝলো না তোমাকে হারানোর ক্ষত।

কবির মৃত্য তো
তখনই হয়, যখন
তার কবিতার কথা
কেউ আর না কয়।

কবিতা ঢাকা পড়েছে
প্রযুক্তির অতল তলে,
কবি কে নিয়ে আজ
তাই তামশা চলে।

( অনেক মনঃ কষ্ট নিয়ে লিখলাম । এমন ছবি দেখলে মনে হয় কেন জন্ম গ্রহন করলাম এইদেশে। যারা সেই মানুষ গুলাকে নিযে মজা করে যারা তাদের লেখার মধ্য দিয়ে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে তুলে ধরে ছিল। আজ তারা ফেইসবুকে ট্রল হয়। .........হতা্শ আমি)

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

তারেক ফাহিম বলেছেন: ধিক্কার আসে।
কয়েকটি লাইক কমেন্টস্ পাওয়ার জন্য ক্লিকবাজদেরই কাজ এসব।

০২ রা জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: কষ্ট হয় খুব এইসব দেখলে......

২| ০২ রা জুন, ২০১৮ রাত ৮:০৭

শায়মা বলেছেন: যারা এমন ছবি বানায় তাদের বিকৃত মস্তিস্ক ছাড়া কিছুই না। :(

০২ রা জুন, ২০১৮ রাত ৮:০৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: সহমত

৩| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: ছিঃ
এই ছবিটা যে এডিট করেছে সে একটা বদ এবং ভন্ড।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: সহমত

৪| ০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শেমফুল। এহেন দুষ্কর্মের তীব্র নিন্দা জানাই।

০৩ রা জুন, ২০১৮ দুপুর ২:৪৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: লজ্জা......আমাদের

৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ১১:৩৪

রাকু হাসান বলেছেন: এ রকম অনেক হচ্ছে ..প্রজন্ম টা কেন জানি সব কিছু তে মজা খুঁজে ...ধিক্কার ওদের

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.