নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

রাধা

২৯ শে জুন, ২০১৮ বিকাল ৫:৪৮

এ কোন মায়া নিয়ে
সেজে আছো রাধা ,
আমি বার বার পড়ি
তোমার প্রেমে বাধা ।

চুল গুলো রেখেছো খুলে
উড়ছে তা সমীরনে
অবাক সৃষ্টি তা দেখে
চমকায় মনে মনে ।

মুখ খানিতে লেগে
আছে শরৎতের মেঘমালা,
হাতগুলোতে শোভা পাচ্ছে
যেন স্বর্ণলতিকার বালা।

চোখ দুটিতে ধারন
করে আছে কালার ছবি
পলক পড়লেই লাগে
যেন নিভে যায় রবি ।

সৃষ্টি তোমায় সাঁজিয়েছে
এ কোন মায়া সাজে?
কৃষ্ণের বাশিও তাই
তোমার টানে বাজে।

সৃষ্টির এই গোপন খেলা
করতে পারবে না হেলা
বুঝতে পারবে তুমিও
হয়ত শেষ বেলা।

কাল্পনিক

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:১৭

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

২| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

সোহাগ তানভীর সাকিব বলেছেন: কাউকে বাস্তব ধ্যান করে রচনা করা নয় তো??
অসাধারণ ছন্দময় বর্ণনা।

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:১৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: হাহাহা...............হয়ত........তবে যাকে ধ্যান করে লেখা সে আমার কবিতা দেখে না।
ধন্যবাদ

৩| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২০

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৪| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

সিগন্যাস বলেছেন: :) :) :)

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২০

কৃষ্ণ কমল দাস বলেছেন: :P

৫| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক সুন্দর ।

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২০

কৃষ্ণ কমল দাস বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

লাবণ্য ২ বলেছেন: দারুন!

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২১

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৭| ২৯ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

রাজীব নুর বলেছেন: বহু বছর আগে ইমদাদুল হক মিলনের একটা বই পড়েছিলাম।
'ও রাধা ও কৃষ্ণ' নামে।
কবিতা ভালো হয়েছে।

২৯ শে জুন, ২০১৮ রাত ১০:২২

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমি পড়ব বইটা.........ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.