নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত আত্মজীবনী

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

’’আমি অনেকের মধ্যে একটা জিনিস দেখেছি , কোন কাজ করতে গেলে শুধু চিন্তাই করে । চিন্তা করতে করতে সময় পার হয়ে যায় , কাজ আর হয়ে উঠে না। অনেক সময় কি করব কি করব না, এইভাবে সময় ন্ষ্ট করে এবং জীবনে কোন কাজই করতে পারে না । আমি চিন্তাভাবনা করে যে কাজটা করব ঠিক করি , তা করেই ফেলি। যদি ভুল হয় , সংশোধন করে নেই। কারন , যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না।’’

(বঙ্গবন্ধু , অসমাপ্ত আত্মজীবনী....)

শেষ করলাম আজ পড়া। এই কয়টা লাইন ভালো লাগছে খুব

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

শাহারিয়ার ইমন বলেছেন: পড়িনি এখনো

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: পড়ে দেখতে পারেন ...

২| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

সনেট কবি বলেছেন: আমারো খুব ভাললেগেছে।

৩| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: আমি আবার উল্টো, সহজে কোন কাজ করি না :)

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: কেন করেন না?

৪| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

শাহিন-৯৯ বলেছেন:




উনি কি উনার দ্বারা ঘঠিত সব ভুল সংশোধন করেছিলেন ?
বইটি সংগ্রহে নাই তাই পড়াও হয়নি।

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার জানা নাই

৫| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: কাল কিংবা পরশু করবো বলে ফেলে রাখি :(

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: করে ফেলুন ........জীবন সংক্ষিপ্ত

৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আরো কয়েকটা বাক্য দেয়া যেত!

আপনার পোস্ট দেখে বইটি বের করলাম,
২১.০৩.১৬তে শেষ করেছিলাম। আমি বই পড়লে পছন্দের লাইনগুলো দাগ দিয়ে রাখি। অনেক লাইন চোখে পড়লো,
নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে, জনগণকে তার খেসারত দিতে হয়।৭৯পৃ.

বলেন তো, কভার পেজের শেষ বাক্যটা কী?(দেখেই লিখেন...)

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনার কি মনে হয় আমি বইটা পড়ি নাই? আর আমি কোন রাজনৈতিক উক্তি দিতে চাই নি।

মানুষ স্বাথের জন্য অন্ধ হয়ে যায়"

এইটাই কাভার পেজের শেষ লাইন

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: এই বই সবার পড়া উচিত।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই আমি এক মত।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ও দুঃখিত, শেষের দুই বাক্য হবে।


"প্রধানমন্ত্রী, শেখ হাসিনাকে আরেক বার বইটি পড়া দরকার এবং সেটা বুঝে।"


আমি তো অবাক হচ্ছি, ব্লগের অনেকে বইটি পড়েনি দেখে। অবস্য ক্যাম্পাসে লীগের ছেলেরাই বইটা পড়তো না, অন্যদের বলে কী লাভ।:(

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: দেখুন আমাদের সমস্যা হলো আমাদের মেধাবী ছেলে মেয়েরা রাজনীতিতে আসে না.......যারা রাজনীতি করে তারা বই পড়ার সময় পায় না

৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩১

আখেনাটেন বলেছেন: কেমন করে সাধারণ একটা গ্রামের ছেলে অপরিসীম ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে শিখরে পৌঁছেছিলেন।

একটা জায়গাতে উনি মনে হয় কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমি গোপন রাজনীতিতে বিশ্বাস করি না। এই একরোখা স্বভাব উনাকে সবার চেয়ে আলাদা করেছিল।

ভাসানী ও শামসুল হকের জন্য ছিল উনার অপরিসীম শ্রদ্ধা। যদিও ভাসানীর ব্যাপারে হয়ত পরে কিছুটা মতের পরিবর্তন হয়েছিল।

এই বই সকলের পড়া উচিত। সে সময়কার একটি বাস্তব চিত্র পাওয়া যায়। হিন্দু-মুসলিম সম্পর্ক, মুসলিম লীগের ভণ্ডামী, পাকিস্তানী কূটনামী আরো কতশত বিষয়।

পোস্টটি অারো কিছু লিখে একটু বড় করে দিতে পারতেন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪২

কৃষ্ণ কমল দাস বলেছেন: দেখুন ইচ্ছা করলে আরও অনেক তথ্য দিতে পারতাম....কিন্তু আমি চাই বইটা সবাই নিজের মত করে পড়ুক......নিজের মত করে বিচার করুক।

১০| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৬

রাকু হাসান বলেছেন:



বইটি আমিও পড়ছি । শেষ হয়ে যাবে অবশ্য কয়েকদিনেই ।হুম লাইনগুলো ভাল লাগার মত ।

১১| ১১ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: দেখুন ইচ্ছা করলে আরও অনেক তথ্য দিতে পারতাম.. -- খুবই ভালো লাগল শুনে। যেহেতু আপনি বইটি পড়েছেন সেহেতু অবশ্যই অনেক তথ্য দিতে পারতেন। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি দেন নি।

আবার নিচের লাইনে বলছেন '..কিন্তু আমি চাই বইটা সবাই নিজের মত করে পড়ুক......নিজের মত করে বিচার করুক। -- অাপনি পড়লেও আমরা কিন্তু আপনার মতো করে বইটির বিচার দেখতে পাই নি। আপনি বইয়ের কিছু লাইন তুলে দিয়ে ফেসবুকের স্টেটাস আকারে ব্লগে পোস্ট করেছেন। তাহলে এই পোস্ট পড়ে অন্য পাঠকদের কীভাবে আগ্রহ হবে বইটি পড়ার। আর আগ্রহই যদি না হয় তাহলে নিজের মতো করে কীভাবে বিচার করবে।

বরং আপনি যদি নিজের ভাষায় দু চার লাইন বইটির কথা লিখে জানাতেন কেন ভালো লেগেছে, তাহলে কিছু পাঠক হয়ত উৎসাহ দেখাতেও পারত। সেটা কি বেটার হত না। আমরাও আপনার ভাবনাটুকু জানতে পারতাম।

আর সেজন্যই আমার প্রথম মন্তব্যে শেষের লাইনটি যোগ করা। যাহোক তারপরও এরকম একটি গুরুত্বপূর্ণ বই পড়ে স্টেটাস আকারে হলেও ব্লগে পোস্ট করেছেন সেজন্য অাপনার অবশ্যই ধন্যবাদ পাওনা।

শুভকামনা।

১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: কিছু বই নিয়ে লেখা ঝুকিপূর্ন.......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.