নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪১

ফাঁকা শহর , একা আমি
বলো কোথায় আছো তুমি?

আমি তোমার জন্য
বসে আছি একা শহরে
তুমি আসো না
প্রেমের প্রথম প্রহরে।

আমি তোমায় খুজবো
এই ফাঁকা শহরের গলিতে
জানি না আমি পারবো কি
তোমায় মনের কথা বলিতে।

যদি আমি না পারি
বলতে মনের কথা
তুমি বুঝে নিও
আমার মনের ব্যাথা ।

আমি একবার চাই
তোমার বাস্তব দেখা,
এত দিন আছো
শুধু আমার স্বপ্নে আঁকা।

উৎসর্গ: ...............।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৮

বর্ণা বলেছেন: বাহ বেশ লিখেছেন। আমার ব্লগ এ নিমন্ত্রণ রইল।

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ । যাবো আপনার ব্লগে

২| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৫

খায়রুল আহসান বলেছেন: ফাঁকা শহরটাই তো কাউকে খোজার জন্য একটা ভাল সময় ও স্থান।

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: সহমত..

৩| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮

ঠ্যঠা মফিজ বলেছেন: বেশ সুন্দর কবিতা ।

২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৩৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

মৌরি হক দোলা বলেছেন: দারুণ লিখেছেন কিন্তু :)

২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: ফাকা শহরটা কয়েকদিন বেশ উপভোগ করে নিই।

২২ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৫৪

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভাই আমার ভালো লাগে না ফাকা শহর....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.