নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যৎ চিন্তা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪

আমি ভবিষ্যৎ নিয়া চিন্তা করি না। এই নিয়া আমার কাছের লোকেরা খুব অখুশি। আচ্ছা বলেন তো ভবিষ্যৎ কি? আমরা কেন ভবিষ্যৎ চিন্তা করি? ভবিষ্যৎ চিন্তা করলে কি হয়?

আমি বর্তমানে বিশ্বাস করি । কারন আপনি আজ যা করবেন কাল তা আপনার ভবিষ্যৎ হবে। যদি ভবিষ্যৎ চিন্তা করতে করতে বর্তমান সময়কে শেষ করেন তবে তা আপনার বর্তমান ভবিষ্যৎ দুইটাই শেষ হবে। ভবিষ্যৎ বলে কোন কিছু নাই । ভালো করে চিন্তা করে দেখুন আমরা সব সময় বর্তমানে বাস করি। ভবিষ্যৎ হলো কাল্পনিক। যা বর্তমানে এসে বদলে যেতে পারে। একটা সহজ উদাহরন দেই।

ধরুন আপনি এখন বেকার । আপনার বয়স ২৫ । আপনি এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিলেন । কিন্তু সে মেয়ে আপনাকে বলল সে আপনার সাথে এখন না ভবিষ্যৎ কোন সময়ে প্রেম করবে যখন আপনি বেকার থাকবেন না। আপনি তার কথা মেনে নিলেন আর বেকার থেকে কার হতে মানে চাকরি নিতে চেষ্টা করলেন । বর্তমান অবস্থায় আপনি চাকরি পেতে আরও ৫ বছর সময় লাগবে। তখন আপনার বয়স হবে ৩০। যখন চাকরি পাবেন তখন ঐ মেয়ে বলবে তোমার চাকরি আছে কিন্তু বাড়ি গাড়ি নাই। বাড়ি গাড়ি না করলে আমার বাবা মা বিয়ে দিবে না।

আপনি যতই ভালো চাকরি করুন না কেন বাড়ি গাড়ি করতে আরও ১০ বছর বা তার বেশি সময় লেগে যাবে। তখন আপনার বয়স হবে ৪০। ততদিনে ঐ মেয়ের বিয়ে হয়ে যাবে । আর আপনি ৪০ বছর বয়স নিয়া প্রেম করার মত মেয়ে পাবেন না । এমন কি বিয়ে করতেও ঝামেলা হবে।


কিন্তু ধরুন যদি ঐ মেয়ে আপনার প্রেমের প্রস্তাবে ভবিষ্যৎ না ভেবে বর্তমান চিন্তা করে রাজী হয়ে যেত তো আপনার ৫ বছর প্রেমের আনন্দ পেতেন । তারপর চাকরি হলে বিয়ে করে নিলে ১০ বছর বেশি বিবাহিত জীবন উপভোগ করতে পারতেন । আপনার ছেলে মেয়েও বড় হয়ে যেত। কিন্তু এক ভবিষ্যৎ চিন্তা আপনার জীবন থেকে এই সকল কিছু কেড়ে নিবে।

৪০ বছর বয়সে দেখবেন সব আছে শুধু নেই , জীবনের সোনালি বছর গুলো । আপনার উপার্জন করা বাড়ি গাড়ি যখন থাকবে তখন আপনি পাকা ধুন্দুল হয়ে যাবেন আর অল্প কিছুদিনের মধ্যে আপনি মৃত ধুন্দুল হয়ে যাবেন । আর আপনার খোসা দিয়ে অন্য কেউ তার গা পরিষ্কার করবে। মানে আপনার অর্জন করা সব সম্পতি অন্য কেউ বর্তমানে বসে আরাম করে ভোগ করবে।

তাহলে ভবিষ্যৎ চিন্তা করে আপনি কি পেলেন?

ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন , তোমার সাথে যা হবে তা পূর্ব নির্ধারিত। তুমি কার্ম করে যাও তার ফলের চিন্তা করো না। বর্তমান এ সব । জীবন না আছে অতীতে না আছে ভবিষ্যৎতে, জীবন তো আছে এই ক্ষনে।

জীবন আপনাকে যা দেয় তা গ্রহন করুন ভবিষ্যৎতের ফেলে রাখবেন না । কারন যে সময় এক বার যায় তা কখনোই আর ফিরে আসে না।

( এই সব কিছু আমার একান্ত নিজের ভাবনা , কারো জীবনধারাতে হস্তক্ষেপ করার উদ্দেশ্য নিয়ে লেখা নয়। )
ধন্যবাদ

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: আপনার চিন্তা ভাবনার সাথে আমি একমত না। তবু আমি আপনার চিন্তা ভাবনাকে সম্মান করি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: আমার এই চিন্তার সাথে আমি ছাড়া কেউ একমত হতে পারে না....তা আমি জানি। ধন্যবাদ আপনার মতামত জানানোর জন্য

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

স্রাঞ্জি সে বলেছেন:

ভাল চিন্তা মাথায় আনছেনন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.