নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

সহজ সমাধান

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০০

আজ এক ছাত্রকে ফরমালিন সম্পর্কে পড়াইলাম .....
ছাত্র: স্যার ফরমালিন কেন ব্যবহার করা হয়?
আমি : খাবার যাতে না পচেঁ তাই ।
( অনেক সময় ফরমালিন নিয়ে আলোচনার পর , ছাত্রকে একটা অঙ্ক করতে দিলাম, কিন্তু পারা অঙ্ক ভুল করে দিলো । তারপর)
আমি : তুমি এই পারা অঙ্কটা ভুল করে দিলা..দিন দিন নষ্ট হয়ে যাচ্ছো।
ছাত্র: স্যার একটা কাজ করেন আমার উপর ফরমালিন ছিটায়ে দেন। এতে আমি খাবার এর মত আর নষ্ট হবো না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৩

সনেট কবি বলেছেন: পড়লাম

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১১

কলাবাগান১ বলেছেন: আপনি মনে হয় ব্লগারদের বুদ্ধিভিত্তিকে অনেক নিচে ভাবেন (নিজের মত)....কিন্তু ব্লগার রা অনেক উন্নত মানসিকতার.......আপানার এই সমস্ত পোস্ট ফেসবুকের জন্যই মানান স্ই...।

এর আগের পোস্ট দিলেন যেটা মোটামোটি সবাই বুঝে (Baby shoes for sale never worn).... ব্লগার রা না বুঝলে আপনি বলে দিবেন বলে ঘোষনা দিলেন!!!!!!!! এখানে না বুঝার কিছুই নাই....

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: আপনি আপনার নিজের মন্তব্য দিয়ে নিজের বুদ্ধির প্রমান দিলেন । ব্লগে কি সব সময় সিরিয়াস বিষয় নিয়ে লিখতে হবে? আর সবাই যদি সব জানত তো ..কেউ ব্লগে লিখতো না. পড়তো না। কারন সবাই তো সব জানেই। আর আমার এই পোষ্ট কোথায় মানায় তা আমি ভালো করে জানি।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: ;)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: তারপর স্যারের উত্তর কি ছিলো?

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: স্যার নীরব হয়ে গেলো .....এমন অবস্থায় উত্তর আসে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.