নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

সকল পোস্টঃ

সিদ্ধান্ত

০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:১০

---- নাম কি?
-- রবিউল আলম।
---- কেন সিভিল সার্ভিস এ আসতে চান?
-- স্যার, চাকরি টা আমার দরকার। কারন চাকরিই অনেক সময় যোগ্যতার মাপকাঠি হয়।
---- চাকরি টা হলে কাকে আগে জানাবেন?
--...

মন্তব্য২ টি রেটিং+১

তুমি আর আমি

৩১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৯

প্রচণ্ড রোদে,
চৌচির হয়ে যাওয়া ভূমি দেখেছো?
পাকা ফল পাখির ঠোঁটের আঘাতে
ক্ষত -বিক্ষত হতে দেখেছো?

তুমি কি দেখেছে
সুন্দর আমকে কিভাবে পোকারা
ভিতরে ভিতরে কষ্ট দেয়?


বরই গাছের ডালে ঝুলে
বাদুর সেই বরই খেয়ে
বমি করতে...

মন্তব্য৪ টি রেটিং+১

ইহা একটি অতি আজাইরা কবিতা।

২৯ শে মার্চ, ২০২০ রাত ৯:০১

এই তো তুমি, ছিলে
আমার চোখের সামনে
হাজার শব্দের মাঝেও
বলার মত একটিও পাইনি খুঁজে।

নুপুরে শব্দ এখন
বাজুক না রাতে
আমি সাপ হব
তুমি হবে সাপুড়ে।

নিজেকে দিলাম সপে
তোমার বক্ষ জুড়ে
তোমার রূপের অগ্নিতে
আমার আখি পোড়ে।

বর্ষার...

মন্তব্য৪ টি রেটিং+২

চলো একটা কবিতা লিখি

২৬ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চলো একটা কবিতা লিখি
সেই কবিতায় থাকবে
ক্ষুধার্তদের হাহাকার আর
ধণীদের ফুর্তির চিৎকার।

কবিতায় আরোও থাকবে
ক্লান্ত পৃথিবীর চোখের জল
সুখ খোজা মানুষ গুলোর
পাওয়া অতি সুখের ফল।

আমরা লিখবো খাঁচায় বন্দী
মানুষের বিরক্তির কথা
যারা নিজেদের ভাবে বৃক্ষ
বাস্তবে তারা...

মন্তব্য৪ টি রেটিং+০

থমকে গেছে জীবন

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৮

না পারছি ভালোবাসতে
না পারছি দূরে ঠেলতে
না পারছি তাকাতে
না পারছি চোখ মেলতে।

না পারছি আসতে
না পারছি যেতে
না পারছি ফেলতে
না পারছি খেতে।

না পারছি মরতে
না পারছি বাঁচতে
না পারছি ধরতে
না পারছি ছাড়তে।

না পারছি কাঁদতে
না পারছি...

মন্তব্য৩ টি রেটিং+১

অপূর্ণতা

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২

ইন্দোনেশীয়ায় ঘুরার শেষ দিন আমি এমন এক জিনিস দেখেছিলাম যা আমার জীবন বদলে দেয়।
দেশে ফিরে সোজা গ্রামের বাড়ি। তারপর:

--- তুই মাছের চাষ করবি?
-- হ্যাঁ বাবা।
--- মাস্টার্স পাশ করে...

মন্তব্য৬ টি রেটিং+১

জন্ম তোর নরকে

১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

--- নাম কি?
--- নয়ন।
-- শুধু নয়ন? আগে পিছনো কিছু নাই?
-- জ্বে না।
--- থাকো কই?
-- এই খানেই
-- মানে?
--- রাতে দোকান বন্ধ করে টেবিলের উপরে ঘুমাই।
সেই দিনের মত নয়নের সাথে কথা...

মন্তব্য৪ টি রেটিং+০

বাংলা স্যার

৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৮

সে দিন সকালে খুব বৃষ্টি হচ্ছিলো। আমি কলেজের পাশে ভাঙ্গাচোরা যাত্রী ছাওনীতে বসে আছি। পা হতে মাথা পর্যন্ত ফরমাল ড্রেস। এত বৃষ্টি যে রাস্তার ওপার দেখা যাচ্ছে না।
আজ আমার...

মন্তব্য৮ টি রেটিং+৩

আমি- ১

১২ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

আমি যেথায় থাকি
সেথায় দেখা যায় না
আকাশ, মাটি আর মানুষ

এখানে শুধু আছে
কান্না, ক্ষুধা, কষ্ট আর
হতাশার অাগুনে উড়া ফানুস।

এখানে সবাই খালি ছোটে
অজানা এক গন্তব্যহীন পথে

আমি যেথায় থাকি
সেথায় মানুষগুলো সুখ খোঁজে
টাকার ভাঁজে...

মন্তব্য১ টি রেটিং+০

সব ভালোবাসা দ্বিগুন করে ফিরিয়ে দেবো।

২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৮

সব ভালোবাসা দ্বিগুন
করে ফিরিয়ে দেবো।
সব রাত জাগা
ভালোবাসায় পুষিয়ে নিবো।

সব না বলা কথা
এক সাথে বলো দিবো,
সব দূরুত্ব নিমিষে
ঘুচিয়ে নেবো।

সব কান্না জমিয়ে
আনন্দে ভাসিয়ে দিবো,
সব মন খারাপ
প্রেমে উড়িয়ে নিবো।

সব লুকোচুরি
শেষ করে দিবো
সব ভয়...

মন্তব্য১১ টি রেটিং+৩

বিষাক্ত শহরে

০৪ ঠা আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫

গোধূলি নেমে এসেছে
ভর দুপুর বেলা,
শহরে শুরু হয়েছে
মৃত্যু মৃত্যু খেলা।

শহর বুকে জমিয়েছে
যন্ত্রনার বিষাক্ত পাহাড়
মানুষ হয়ে যাচ্ছে তাই
ক্ষুধার্ত শহরের আহার।

ভালো থাকুক স্বজন
মাটির বুক মাঝে
এখনো অনেক মৃত্যুর
টানে দুপুর গোধূলি সাঁঝে।

মন্তব্য৬ টি রেটিং+০

জ্বলন্ত কান্না

২২ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৯

এই শহর ছেড়ে
চলে গেছে ভগবান
শহরের ওপর হয়েছে
তার খুব অভিমান।

এই শহর তো
জ্বলছে সবার সমানে
কেউ জানে না
নিভাবে তা কেমনে?

এই শহর তো
হয়ে গেছে লাশ
চোখের জলে শুধু
বাড়ে স্বজনহারা দীর্ঘশ্বাস।

এই শহর তো
ডুবে...

মন্তব্য২ টি রেটিং+১

নতুন প্রজন্ম

১৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৮

ছাত্র: স্যার আমি আজ পড়ব না।
আমি : কেন?
ছাত্র: স্যার , বলেন আমি আর কত পড়ব?
আমি : পড়া শেষ না হ্ওয়া পর্যন্ত পড়বে।
ছাত্র : স্যার পড়া তো কখনো শেষ হবে...

মন্তব্য১০ টি রেটিং+১

একা রঙ

২৩ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩৭


আমার জন্য কেন
নেই হলির আবির
ঘরে বসে আমি
হয়ে গেছি স্থবির।

আর কত দিন
থাকবো আমি রংহীন
তুমি দু হাত পূর্ন
রঙে করো আমায় রঙিন।

তোমার রঙ ধারাতে
রঙিন করো রাধা
তোমার রঙে আমি
পড়তে চাই বাঁধা।

মন্তব্য১ টি রেটিং+০

বসন্ত বরণ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

আজ দিন টা
শুরু হয়েছে হলুদ সূর্যে
প্রকৃতি সেঁজেছে আজ
নতুন কারুকার্যে।

দক্ষিণা বাতাসের টানে
ভালোবাসা ছুটে আসে ,
পাতা গুলো শুয়ে আছে
ধরনীর খুব কাছে।

কোকিলের দল উঠছে
শীত ঘুম শেষে
অথিতি পাখিরা ফিরছে...

মন্তব্য২ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.