নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্যক্তিগত ব্লগসাইট : www.akterRhossain.blogspot.com \n \nফেসবুক আইডি : Akter R Hossain \n\n\nফেসবুক আইডি লিংক: www.facebook.com/ARH100

আকতার আর হোসাইন

খেলাধুলো করতে ও বই পড়তে প্রচন্ড ভালবাসি। আর মাঝেমধ্যে শখের বসে লেখার ক্ষুদ্র চেষ্টা করি।

আকতার আর হোসাইন › বিস্তারিত পোস্টঃ

পেরেছি কি আত্মাকে শুদ্ধ করতে......?

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:০৯



চলছে পবিত্র রমজান মাস। এই মাসেই সকল আসমানি কিতাব নাজিল হয়। এই মাস ইবাদত করার বা পুণ্য অর্জন করার জন্য বসন্তকাল।

এই মাস সংযত হবার মাস, আত্মাকে শুদ্ধ করার মাস। এই রমজান মাস মহান আল্লাহর নৈকট্য লাভের মাস।

প্রতি বছরই রমজান আসে, রমজান যায়। কিন্তু আমরা কি আমাদের আত্মাকে শুদ্ধ করতে পেরেছি? পেরেছি কি মহান আল্লাহকে সন্তুষ্টি করতে?

তাই আসুন আমরা অন্তত এই মাসে আমরা আমাদের আত্মাকে শুদ্ধ করার শপথ গ্রহণ করি। চেষ্টা করি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আসুন নামাজ রোজার পাশাপাশি আল-কুরআন পাঠ করি। সম্ভব হলে ভালো কিছু ইসলামিক বই পড়ি।

আমরা সবাই মুসলিম। তাই আমি মনে করি বাধ্যতামূলকভাবেই আমাদের প্রাণপ্রিয় নবীর জীবনী নিয়ে রচিত বই পড়া প্রয়োজন।

সব মুসলিম ভাইদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা বিশ্বনবীর জীবনী পড়বেন। যেকোন লেখকের পড়বেন, সমস্যা নাই। আমি মুফতি মোহাম্মদ শফী (রহঃ)-র "সীরাতে খাতামুল আম্বিয়া বা বিশ্বনবীর জীবনী" বইটি পড়ছি যেটি অনুবাদ করেছেন মাওলানা মোহাম্মদ যুবায়ের(ভূতপূর্ব মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া, ময়মনসিংহ)। এই বইটি বাংলাদেশের সব কওমি মাদ্রাসায় পড়ানো হয়


যখন প্রথম 'সীরাতে খাতামুল আম্বিয়া' পড়ি তখন সাথে সাথেই মসজিদে বসে বই এর শুরুর দিকের একটি অংশ থেকে নবীর শুভাগমনের সময় বিস্ময়কর কিছু ঘটনা নিয়ে একটি কবিতা লিখি। কবিতাটি নীচে দিলাম।

....

প্রানের নবীর শুভাগমন

আসহাবে ফীল(হস্তীমালিক বাহিনী) যখন
কাবা শরীফে করে আক্রমণ
ক্ষুদ্র পাখির দল আবাবিলে হয় তাদের পতন
সে যে আমার প্রানের নবীর শুভাগমন

নবুওয়ত সূর্যের কিরণ রশ্মির হলে প্রসারণ
পারস্যের রাজ্য কিসরার শাহী মহলে হয় ভূকম্পন।
রাজ প্রাসাদের চৌদ্দটি চুড়ায় ধরে রে ভাঙ্গন
সে যে আমার প্রানের নবীর শুভাগমন।

পারস্যের অগ্নিশালায় যে আগুন সহস্র বছর বিরতিহীন জ্বলেছে
দেখ, দেখ সবাই, আজ তা নিজে নিজেই নিভে গেছে
সাম্য-শান্তির বার্তা, মহাবিশ্বের একি মহাপরিবর্তন!!
সে যে আমার প্রানের নবীর শুভাগমন!!

সময়কাল : ১৬ জুন ২০১৭ [/sb

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

কাইকর বলেছেন: সুন্দর লেখা।ভাল বলেছেন

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ ও ভালবাসা ভাইজান...

২| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: আমরা আসলেই আত্মাকে শুদ্ধ করতে পারিনা, বাট পারা উচিত। পবিত্র রমজানে রব্বুল আলামিন সেই তাওফিক দিন আমাদেরকবিতা লিখার ঘটনাদি বেশ ভালো লাগলো।

২২ শে মে, ২০১৮ সকাল ১০:১৩

আকতার আর হোসাইন বলেছেন: যথার্থ বলেছেন।
আমরা আসলে আত্মাকে শুদ্ধ
করতে পারিনা বাটা পারা
উচিৎ।
দেরিতে প্রতিউত্তর দেয়ার জন্য দুঃখিত।
আর
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে....
ভালবাসা অবিরাম...

৩| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:২৮

রাজীব নুর বলেছেন: ধর্মীয় বই পড়ে আরাম পাই না।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৯

আকতার আর হোসাইন বলেছেন: ভাই, আরাম না পেলেও তো পড়তে হবে। যেহেতু আমরা মুসলিম...

৪| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩১

কথার ফুলঝুরি! বলেছেন: চেষ্টা করছি নিজেকে এবং নিজের আত্মাকে শুদ্ধ করা। ভালো লেগেছে আপনার লেখা। নবীজী (সঃ) এর জীবনী পড়ার ইচ্ছা আছে। যে বইটির ছবি দিয়েছেন সেটি কোথায় কিনতে পাবো বললে খুশী হতাম।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

আকতার আর হোসাইন বলেছেন: আপনারা আগ্রহে আমার পোস্ট সার্থক হয়েছে। আমার বাড়ি তো ব্রাহ্মণবাড়িয়ায়। সেখান থেকেই নিয়েছি। বইটি সব জায়গাতেই পাওয়া যাবে আশা করি। কারণ, বইটি বাংলাদেশের সব কওমি মাদ্রাসায় পড়ানো হয়।

ধন্যবাদ প ভালবাসা অফুরান...

৫| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: +

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৫

আকতার আর হোসাইন বলেছেন: ধন্যবাদ যদিও '+' এর মানে বুঝিনা... ++++

৬| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৪২

তারেক_মাহমুদ বলেছেন: নবীর জীবনী আমাদের সবার পড়া উচিৎ।

২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫১

আকতার আর হোসাইন বলেছেন: আপনি পড়বেন এবং অন্যদের পড়তে উৎসাহিত করবেন আশা করি।।

ভালবাসা নিবেন প্রিয় তারেক ভাই...

৭| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৮

শামচুল হক বলেছেন: ভালো লাগল পোষ্ট। ধন্যবাদ

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৯

আকতার আর হোসাইন বলেছেন: মন্তব্যের জন্যে আপনাকেও ধন্যবাদ....

৮| ২১ শে মে, ২০১৮ বিকাল ৪:৫৯

অদৃশ্য বালক বলেছেন: সকলেরই আত্মশুদ্ধ খুবই দরকার...

২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১১

আকতার আর হোসাইন বলেছেন: হুম... আশা করি বিশ্বনবীর জীবনী পড়ে নিবেন..

মন্তব্যের জন্যে ধন্যবাদ...

৯| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:৫২

আবু আফিয়া বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট লেখককে ধন্যবাদ

২১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

আকতার আর হোসাইন বলেছেন: আপনাকে ধন্যবাদ... আপনাদের প্রশংসা, আমাদের অনুপ্রেরণা...

১০| ২২ শে মে, ২০১৮ রাত ১২:৩৬

আকতার আর হোসাইন বলেছেন: যথার্থ বলেছেন। আমরা আসলে আত্মাকে শুদ্ধ করতে পারিনা বাটা পারা উচিৎ।
দেরিতে প্রতিউত্তর দেয়ার জন্য দুঃখিত। আর
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে.... ভালবাসা অবিরাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.