নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

বিদায়

১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৮



তারপর,
কোন এক শীতের সন্ধ্যায় জবু থবু হয়ে
তোমার জানালায় কড়া নাড়বো
ওপাশ হতে তুমি খুলবে কি খুলবে না ভেবে দাঁড়িয়ে থাকবে
আমি ফের কড়া নাড়বো জানালার কপাটে
জানলা খুলে খানিকটা ভড়কে যাওয়ার স্বরে বলবে , " তুমি !"
আমি কাঁপতে কাঁপতে বলবো , "চলে যাচ্ছি
সকালে সাইকেলে চেপে আর তোমার পিছু ছুটবো না
বিকেলে কদমতলায় অপলক তোমায় দেখবো না
তোমার ছুড়ে ফেলা কথাগুলো আর লিখবো না
বিরক্তিতে মুখ ভেঙ্গানো ছবিগুলোও পুষে রাখবো না "
তখন তুমি কি করবে জানি না , খুশিই হবে
মনে মনে বলবে হয়তো, " যাক বাবা, বাঁচা গেল আপদটা দূর হল এবার
চলে যাচ্ছে চলে যাক না , ভণিতার কি দরকার "
আমি তখন তোমার থেকে কয়েকশ গজ দূরে
ব্যর্থ নামক জামা কাপড় গায়ে জড়িয়ে
এরি মধ্যে কখন যে এক গাড়ি এসে মগজ গুড়ালো
তোমায় নিয়ে ভাবনাগুলার মেয়াদ ফুরালো
ওপাড় হতে দেখব তখন তুমি কি কর
হাসো নাকি , দুঃখ কর আমার বিদায়ে !

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৩

মহা সমন্বয় বলেছেন: সুন্দর কবিতা।

কিন্তু ওই ফটোগ্রাফী টা আার মাথার উপ্রে দিয়ে গেল। |-)

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ ।
ছবিটা যে পাশ থেকে তোলা হইছে তার উলটা পাশ থেকে প্রতিচ্ছবি বানানো হয়েছে

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: খুব ভাল ।

৩| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: একটা লাইক ছিল তা রেখে গেলাম। ধন্যবাদ

১৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

আরিয়ান আরাফ বলেছেন: লাইকটি সুখে থাকুক

৪| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

সুমন কর বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.