নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারময়ী কান্না

১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১১



-অন্ধকারময়ী কান্নার ভাষা জানো তুমি?
-না। কেন বলোতো?
-কেমন যেন অশরীরী মনে হয়!
-ও তোমার মনের ভুল!
-তুমি শুনতে পাওনা?
-কই না তো! কখনো শুনিনি তো!
-আমি শুনি, রোজ।
-ও তোমার কল্পনা!
-আচ্ছা, অন্ধকারের সুর চেন তুমি?
-কেমন কথা এটা? অন্ধকারের আবার সুর হয় নাকি?
-আলোর দ্যুতি ছাড়া কিছু নেই, যত সুর সব ঐ আধারকে ঘিরেই
-কি জানি!
-আমি চিনি। প্রায়শই ডুবে যাই সে সুরের মোহে
-ও তোমার হেয়ালি!
-গল্প পড়েছো কখনো নিকষ কালো অন্ধকারের?
-না, গল্পও আছে তাদের?
-আছে বৈকি! হরেক রকমের গল্প আছে
-তাই বুঝি! জানতাম না তো!
-আমাকে দ্যাখো জেনে যাবে!
-ও তোমার স্বপ্নের ব্যঞ্জনা! খানিক ঘোরের মন্ত্রণা!
-আচ্ছা যাও তুমি কিচ্ছু জানো না ,
কিছু বুঝও না,
কিছু শুনও না,
মেনে নিলাম সব! জানতে চাও?
-কেমন করে?
-আমার চোখে চোখ ডুবাও,
বুকের মাঝে কান পাতো,
আঙুলের মাঝে চেপে রাখো প্রেম
উত্তর পেয়ে যাবে!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব ভাল সুক্ষ্ম অনুভূতির পোষ্ট মর্মার্থ কঠিন।

১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩২

আরিয়ান আরাফ বলেছেন: জেনে ভালো লাগল

২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫২

বিজন রয় বলেছেন: ছোট ছোট অনুভূতির বড় লেখা।
++++

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬

আরিয়ান আরাফ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.