নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

২০ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮



আমার ধুলোমাখা হৃদয়ের প্রান্তরে একবার এসে দেখে যেও
সেখানে কারো পদচিহ্ন নেই ।
তুমি বিনা আর কারও পদচাড়ণা হয়নি
শুধুই খাঁ খাঁ করছে ।
আমার হৃদের জলপুকুরে এসো একবার
দেখবে কত অজত্ন, অবহেলার দৃশ্য ।
তোমার অভাবে পাড়ের চারপাশটা কেমন আগাছায় ভরে গেছে ।
চোখের কর্ণিয়ার চারপাশটা কালো থেকে ধূসরে পরিণত হয়েছে
তোমার অপেক্ষায় থাকতে থাকতে ।
তুমি কি ফিরবে না ?
হাটঁবে না ধুলো মাখা প্রান্তরে ?
চোখ রাখবে না চোখে ?
তোমার জন্য এখন জল ঝড়ে না,
কেন ঝড়ে না তাও তুমি জান, জানো না ?
সব জল শুকিয়ে গেছে ।
জলের বদলে আছে দীর্ঘশ্বাস !
তোমাকে ছাড়া জীবনের শেষ প্রান্তের সময়গুলো বড্ড নিঃসঙ্গ মনে হয় ।
অনেক দীর্ঘ মনে হয় প্রত্যহের দিনগুলো
তবুও খুজে ফিরি তোমাকে ডায়রির পাতায় পাতায়, (যেগুলো
তুমি লুকিয়ে লুকিয়ে লিখতে) আর
হৃদয়ের করিডোরের কার্ণিষে কার্ণিষে. . . . .

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আরিয়ান বানানে অযত্ন হচ্ছে যে।
লেখা খারাপ না। ভালোই।

২০ শে মার্চ, ২০১৬ রাত ১০:১৮

আরিয়ান আরাফ বলেছেন: আর অযত্ন হবে না আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.