নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২



ভালোবাসায় ভালবাসতে ইচ্ছে করে,
ইচ্ছে করে অনেকটা পথ পাড়ি দিতে-
মুখোমুখি কিংবা পাশাপাশি।

গল্প উপন্যাসের আদলে নিজেকে সাজাতে ইচ্ছে করে,
ইচ্ছে করে কোন একটির নায়ক হতে-
মিছেমিছি নয়তো কল্পনাতে।

প্রেমে বন্ধুর পথ পাড়ি দিতে ইচ্ছে করে,
ইচ্ছে করে অভিমান, ভালোবাসায় সময় কাটাতে-
সকাল কিংবা সন্ধ্যা, রোজ প্রতিদিন।

প্রেমিকার রক্তবর্ণ চোখ, নির্লিপ্ত হাসির অধিকারী হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে গভীর চুম্বনে নিজের অস্তিত্ব হারাতে-
গোধূলী পেরিয়ে সাঝবেলাতে।

প্রেমের অনলে পুড়ে পুড়ে খাটি সোনা হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে প্রিয় মানুষটির গায়ে সেই সোনার অলংকার হতে-
জন্ম থেকে জন্মান্তরের তরে।

মন খারাপের দিনগুলোতে কাউকে ছায়ার মত পাশে পেতে ইচ্ছে করে,
ইচ্ছে করে হাতে হাত রাখতে, কোলে মাথা রাখতে-
খুব যতনে, বিনম্র ভালোবাসায়।

প্রেমিকার চোখের জলের জৌলুস হতে ইচ্ছে করে,
ইচ্ছে করে জল মুছে ঠোঁটের কোণে হাসি ফোটানোর-
প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে।

ভালোবাসাকে আজ সত্যিই ভালবাসতে ইচ্ছে করে,
ইচ্ছে করে কেতাদুরস্ত প্রেমিক হতে-
কল্পনাতে নয় বরং বাস্তবের আদলে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

এশো শান্তির দিকে বলেছেন: খুব ভালো লাগলো।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

রেইড ইন স্কাই বলেছেন: ভালোবাসাকে আজ সত্যিই ভালবাসতে ইচ্ছে করে,
ইচ্ছে করে কেতাদুরস্ত প্রেমিক হতে-
কল্পনাতে নয় বরং বাস্তবের আদলে।


ভালবাসা হোক সু মহান।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

লুতপাইন বলেছেন: খুউউউব সুন্দর :)

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

সোহানখুলনা বলেছেন: অনেক ভাল লাগল

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল, তবে এর থেকেও ভাল করার ক্ষমতা আপনার আছে।
অনেক শুভকামনা থাকলো।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:৫৭

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ । পাশে থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.