নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

ঘুমন্ত শহরে একদিন

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২



রাত তখন ৩ টা কি ৪ টা হবে !
ঘুমন্ত শহরে তখনো জেগে ছিল রাত জাগা পাখিরা ।
নতুন কিছু নীড়ে তখনও আলো জ্বলছিল ,
হয়তো তারাও এদলে যোগ দিয়েছে।
ছুটে চলে তারা শহরের এপার থেকে ওপার ;
দুরের ল্যাম্পপোস্টগুলো যেন নিঃসঙ্গতার জানান দিচ্ছে খালি রাস্তায়,
মাঝে মাঝে সাঁ সাঁ করে ছুটে যাচ্ছে মালের ট্রাক ।
বনানী, ফার্মগেট, চন্দ্রিমা উদ্যানে নেমে আসে রাতের চিল;
খুঁজে ফেরে নিজেদের শিকার ।
ঘুমন্ত শহর ফের জেগে উঠে ধীরে ধীরে-
ঝাড়ুদ্বাররা লেগে যায় সুন্দরের কাজে,
ঝেড়ে পরিষ্কার করে রাস্তায় লেগে থাকা রাতের কলঙ্ক ।
বড় বড় বাজারে ধুন্দুমার লেগে যায় মাল খালাসির কাজে ,
জমে উঠে বিড়িয়ানির ব্যবসা ,
নিমিষেই শেষ হয় ডেক কি ডেক তেহেড়ী, খুচুরী ।
এমনি করেই সময় গড়ায় , কাজ এগুয় তার নিজস্ব গতিতে ,
মসজিদে মসজিদে আজান হাঁকে ফযরের ,
নিকষ কালো অন্ধকার ফিকে হতে থাকে ,
রাত জাগা পাখিদের নীড়ে ফেরার সময় হয়,
এভাবেই চলছে …..
এভাবেই কেটে যায় ঘুমন্ত শহরের একেকটি রাত ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯

তানজির খান বলেছেন: ভাল লেগেছে কবিতা। ভাল লাগায় লাইক দিলাম। কয়েকটি লাইন আরেকটু ভেবে লিখলে আরও ভাল হতে পারতো। বেশীর ভাগ লাইনই ছিল আমার মনের মত। দূর্দান্ত লাগলো সব মিলিয়ে।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ ।
পাশে থাকবেন :)

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০১

ফারিহা নোভা বলেছেন: ভাল লাগল রাত জাগা পাখিদের কবিতা।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯

বর্ণিল হিমু বলেছেন: ভালো লাগলো.....! তবে এটা কবিতা না....!

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

আরিয়ান আরাফ বলেছেন: কি তাহলে ?

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো করার জায়গাটা বেশি ছিল। ছিমছাম। তবে পারিপাট্যের অভাব। ভাবনাটা ভালো। তবে প্রয়োগে সমস্যা বোধ হলো।

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

আরিয়ান আরাফ বলেছেন: লেখাটা আগের ছিল । ঐসময়ের বিবেচনায় মাথায় যা আসছিল সেটা লেখার চেষ্টা করেছি ।
ধন্যবাদ গুছিয়ে ভুল ধরিয়ে দেয়ার জন্য :)

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

বিজন রয় বলেছেন: যান্ত্রিক শহরের সুন্দর কবিতা।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.