নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

বুকপকেট

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫



আহত কিছু শব্দেরা ভাষা হয়ে থাক নগরীর প্রাচীরে,
কিছু নৈশব্দের রাত সফেদ রঙের রক্ত হয়ে লেপ্টে থাকুক সে দেয়ালে,
পথের পাশের গাছগুলোয় জমে থাকুক বিষণ্ণতা,
ফিরে এলে এই শহরে যেন বুঝতে পার,
তোমাতে ঘিরে মূহুর্তগুলো আজ মৃতপ্রায়, যান্ত্রিকতায় মুছেনি আজো!
কিছু ভোরের সূর্যোদয় আজ কালো মেঘ হয়ে যাক,
বিকেলের স্নিগ্ধতা, গোধূলির মৌণতা আর-
সন্ধ্যেবেলার সেই স্মৃতিগুলো নদে মিশে যাক,
দূরান্তরে ভাসতে ভাসতে কিংবা বইতে বইতে,
যদি তোমার কাছে কখনো ভীড়ে;
বুঝবে কেমন বদলে গ্যাছে ওরা!
বাকি সব শুধুই জমা থাক কালের ট্রাংকে,
যদি মনে পড়ে ফের, খুলে দ্যাখো তা ,
ইচ্ছে হলে নিয়ে নিয়ো সব নিজের মতন করে,
আমি তখন নাই বা থাকলাম তোমার পাশে,
নাই বা দাবি করে বললাম ভালোবাসাগুলো জমা রেখে যেও-
আমার বুকপকেটে!!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

বিজন রয় বলেছেন: বিকেলের স্নিগ্ধতা, গোধূলির মৌণতা আর-
সন্ধ্যেবেলার সেই স্মৃতিগুলো নদে মিশে যাক,

অনেরক স্নিগ্ধ একটি কবিতা।
অনেক ভাল লাগল।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ দাদা :)

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.