নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

চিঠি

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬



চিঠি,
তুমি কেমন আছো, কোথায় আছো?
তোমার কথা সকলে ভুলতে বসেছে !
আমি যে ভুলিনি তা কিন্তু না;
আমিও তাদের ই দলে!
কি করবো বল, সমাজ আমাকে ভুলাতে শিখিয়েছে।
তুমি নিজ থেকে হেরে গেলে নাকি হারিয়ে গেলে জানি না !
তোমায় মনে করে ছেলে আর বাবাকে টাকা চেয়ে লেখে না,
মা তার সংসারের কথা বলে না,
তুমি বড্ড ধীর ছিলে !
ফোন এসে তোমার স্থানে বসেছে,
বিকাশ মিটিয়েছে টাকার প্রয়োজন,
তোমায় লাগবে কেন?
নতুন বধুটি এখন আর কাঁপা কাঁপা হাতে তোমায় লেখে না,
প্রেমিক তার আক্ষেপের কথা বলে না,
তোমার ভাষাতে !
ফেসবুক, ভাইবার, স্কাইপ আরো কত কি যে আছে তাদের !
শুধু তুমি নেই,
শুধু তোমার সেই ঘ্রাণ নেই,
প্রতীক্ষার মাঝে আজ শুধু প্রাণটাই নেই-
বাকি সব আছে, কালি, কলম, সমাজ,
আর আমরা!
চিঠি তুমি কেমন আছো??

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

মো: ইমরান আল হাদী বলেছেন: বাহঃ চিঠির কাছে চিঠি,সুন্দর লেখা।চিঠি ভাল নেই।

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২২

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: চিঠি লেখা এবং পোস্ট করার জন্য ব্যস্ততা ছিল। চিঠি, কই গেল।

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

আরিয়ান আরাফ বলেছেন: বুঝলাম না ঠিক কথাটা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.