নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

সুখের কবিতা !

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০



আজ সারাটা দিন আমি কবিতা খুঁজেছি, শুধুই কবিতা
কবিতায় সুখ পুড়ে দিব বলে! সৃষ্টি হবে সুখের কবিতা !
এই সুখ আর মেলে না; সুখ খুঁজতে-
মেঘমল্লার দুয়ারে দাড়ায়ে মিনতি করে বলেছিলাম,
খানিকটা জল ঢেলে দাও সারা গায়, সুখ ঢেলে দাও হৃদয়ে !
সে আমারে খালি হাতেই ফিরিয়ে দিল !
বাতাসের দুয়ারে কড়া নেড়ে বলেছিলাম,
ভেতরটা পুড়ে ছারখার হচ্ছে, শান্ত কর আমায়, আমি সুখি হই !
কই কেউ তো এলো না ।
নদীর কাছে কান্নায় সুর তুলে বললাম
আমার যত কান্না আছে , সব তোমার পালে তুলে নাও, হাসিটা শুধু আমার থাক ।
উত্তর পেলাম না ! ফিরতে হচ্ছে রিক্ত হস্তে !
এমনি করে চাঁদ, পাহাড় আর কত না প্রকৃতির কাছে হাত পেতেছি
কারো হাত এগিয়ে আসিনি, কে এসী পাশে দাড়ায়নি !
অথচ আজ সারাটা দিন আমি কবিতা খুঁজেছি, শুধুই কবিতা !
আমি সমাজের কাছে জানতে চাইলাম,
আমার কষ্টগুলো কেউ নেবে ?? আমায় একটু সুখ দিবে ?
তারা অট্টহাসিতে ফেটে পড়েছিল সেদিন, আমি কিছু বলিনি ।
আবারো আমি দ্বারে দ্বারে ঘুরতে লাগলাম
শুধুমাত্র একটি বারের জন্য সুখী হতে !
কেউ দিল না ! কেউ দেবে না !
সবশেষে আমি পতিতালয়ের বেশ্যার কাছে কাতর সুরে বললাম
আমাকে একটু সুখ দিবে ? সুখী জীবনের আবেশ দিবে ?
বিনিময়ে যা চাইবে তুমি তাই ই হবে শুধু একটিবার.........
বেশ্যা তখন কোমল সুরে বলল,
সাহেব, সুখ কি গো ? গতরেই সব , সবাই এখন ঐটাই খুঁজে ।
এই গতর ভেঙে যদি সুখ খুঁজে পান, নিজের নামে করে নিবেন !
সেদিন আর গতর ভাঙা হয়নি, সুখও আর মিলল না !
অথচ আজ সারাটা দিন আমি কবিতা খুঁজেছি, শুধুই কবিতা !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

কল্লোল আবেদীন বলেছেন: বাহ!চমৎকার কবিতা।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪০

ফারিহা নোভা বলেছেন: চমৎকার লাগল :)

১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.