নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

‘রা ফ খা তা’

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩



বাসে করে যখন ঝুলতে ঝুলতে বালকটি ঘরে ফিরছিল,
তীব্র গরম আর চাপাচাপিতে মাথায় অনেকগুলো শব্দ ঘুরপাক খাচ্ছিল,
তারা একের পর এক বাক্য হয়ে কবিতা লিখছিল,
বালকটি শুধু সময় গুনতে লাগলো, কখন সে ঘরে ফিরবে ;
কখন সে কথাগুলো খাতায় লিখবে ! কখন একটা কবিতা হবে !
সারা গা ঘেমে জব জব করছে , খেয়াল নেই;
সে শব্দদের সাথে গল্প করছে, কবিতা লেখছে !

ক্লান্ত শরীরে খাতা হাতে ছেলেটি ঘরের দাওয়ায় বসল,
মনে মনে ভীষণ খুশি! অনেকগুলো কবিতা হবে আজ !
সাদা কাগজে কালোর চিত্র আঁকবে একের পর এক !
কিন্তু
বলপেনের মাথা কাগজে পড়তেই সব শব্দ হাওয়ায় মিশে গেল;
সে মনে করতে চাইল, মনে পড়ে না !
নতুন করে লিখতে চাইল, হচ্ছে না, দুই এক লাইন-
যদিওবা এলো কাটাকাটিতে তা হারিয়ে গেল !
সে আবার লেখতে চাইল, কলমের মাথা খাতায় ঠেকাল,
খাতা থেকে তুলে নিল, আবার লিখতে চাইল ............
সময় গড়িয়ে চলল ! তার আর কবিতা লেখা হল না !
খাতাটা ভাঁজ করতেই চোখে পড়ল , সেখানে বড় করে-
‘রা ফ খা তা’ লেখা !
দীর্ঘশ্বাসে বেরিয়ে এল ব্যর্থতা আর জীবনে-
একটিবার কবিতা লেখতে না পাড়ার আক্ষেপ !
একটি সাদা কাগজে কালোর রুপ না দেয়ার বেদনা !
কেউ তার কথাটা শুনলো কি না কে জানে !
শুধু রাফখাতাটা বালকটির চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল !!!

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

পূবাল হাওয়া বলেছেন: শুধু রাফখাতাটা বালকটির চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল !!!

কবিতা লেখা তো হয়েই গেল... ভালো থাকুন সব সময়।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

২| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৮

রিপি বলেছেন:
ভালো লাগলো। রাফখাতাতেই এলো মেলো লিখতে লিখতেই একসময় কবিতা হয়ে যায়।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০

আরিয়ান আরাফ বলেছেন: যেমন আজকেরটা সামু নামের রাফখাতায় লেখলাম ;)

৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৯

রায়হানুল এফ রাজ বলেছেন: কবিতা ভালো লেগেছে। শুভকামনা রইল।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

৪| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩

মুসাফির নামা বলেছেন: দীর্ঘশ্বাসে বেরিয়ে এল ব্যর্থতা আর জীবনে-
একটিবার কবিতা লেখতে না পাড়ার আক্ষেপ !


আরাফ ভাই ভালো লেগেছে,তবে ফিলিংসের ঘাটতি আছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৯

আরিয়ান আরাফ বলেছেন: হাত কাচা ! পাকা হতে সময় লাগবে মুসাফির ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.