নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

উপসংহার

০৫ ই জুন, ২০১৬ রাত ২:০৭



ধরে নিলাম, এই জন্মে কখনো প্রেমিক হবো না,
প্রেম আমার জন্যে নয়!
ধরে নিলাম, সুখ কখনো আমার তীরে ফিরবে না,
সুখের হাসি ক’জনেরই জন্য আর!
ধরে নিলাম, তোমায় নিয়ে স্বপ্ন দেখা পাপ,
বেশি স্বপ্নে শুনেছি স্বপ্নদোষ হয়!
মেনে নিলাম, আমি ব্যর্থদের দলে,
সফলতার মালা অন্য কারো জন্যে!
স্বীকার করে নিলাম, কবিরা দন্ডিত,
কবিতা তাদের আজন্ম পুড়ে ছাড়খাড় করে!
সত্য মাথা পেতে নিলাম, তোমার ছলনার,
অভিনয়ের আরেক নাম দিলাম তোমায়!
শুনছো,
তোমার চোখে সেদিন অবজ্ঞাই দেখিছিলাম,
ভালোবাসা সে তো অন্য কারও!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৬ রাত ৩:০৭

মাহমুদ ফারুক (বাবুই) বলেছেন: ভালো লেগেছে: ধরে নিলাম, তোমায় নিয়ে স্বপ্ন দেখা
পাপ,
বেশি স্বপ্নে শুনেছি স্বপ্নদোষ হয়!
মেনে নিলাম, আমি ব্যর্থদের দলে,
সফলতার মালা অন্য কারো জন্যে!
স্বীকার করে নিলাম, কবিরা দন্ডিত,
কবিতা তাদের আজন্ম পুড়ে ছাড়খাড়
করে!।।।।।।শুভ কামনা

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১০

আরিয়ান আরাফ বলেছেন: আমার বড় প্রাপ্তি ।
ধন্যবাদ :)

২| ০৫ ই জুন, ২০১৬ ভোর ৬:৪১

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: ;) ;) ;) ;)

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৭

আরিয়ান আরাফ বলেছেন: ;) :)

৩| ০৫ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৬

বিজন রয় বলেছেন: মুখ ফিরিয়ে নিলে মাঝে মাঝে সুক পাওয়া যায়, কিন্তু সেটা অস্থায়ী।

অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
++++

০৫ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৪

আরিয়ান আরাফ বলেছেন: আমার নেট সার্ভার থেকে লগ ইন হচ্ছিলনা তাই এখানে কিছু লেখতে পারি নাই ।
পাশে থাকবেন দাদা :)

৪| ০৫ ই জুন, ২০১৬ রাত ৮:৫০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.