নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

লুকোচুরি

২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৩৩



মৃত্যু এবং আমি,
পাশাপাশি হেঁটে চলেছি ।
মৌন প্রতিযোগীতা চলছে দু’জনেতে
সে এক পা এগোয়, আমি তিন পা;
সে তিন, আমি পাঁচ !
সে হেসে উঠে তাকিয়ে,
আমি চমকে চোখ ফিরাই !
মাঝপথে সে জিরোয়,
আমি চলতে থাকি !
ক্লান্তিতে শরীর বুজে এলে,
মা পরম আদরে কাছে টানে,
মৃত্যু দূর হতে হেসে চলে ।
কান্নাগুলোয় তখন হাসি মেখে-
মায়ের কোলে চোখ লুকাই ।
বাবা পিঠ চাপড়ায়,
সে লুকায়, আমার ভয় হয় ।
অধোমুখে নিঃশ্বাস ফেলি বাবার কাঁধে !
এক চিলতে জীবন খুঁজে ফিরি,
সে সামনে এসে বাঁধ সাধে !
রাস্তা খুঁজি পালাবার,
পিছু তাড়া করে ফের !
অতঃপর,
আমি হেঁটে যাই,
সে আসে সমান্তরালে ।
আমি এক পা বাঁড়াই,
সে তিন পা !

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:৫৪

রায়হানুল এফ রাজ বলেছেন: আমি এক পা বাঁড়াই,
সে তিন পা !
--- খুব সুন্দর উপলব্ধি।

২৭ শে জুন, ২০১৬ রাত ২:৪৮

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

২| ২৬ শে জুন, ২০১৬ রাত ৯:০২

ঘটক কাজী সাহেব বলেছেন: মৃত্যু এবং আমি,
পাশাপাশি হেঁটে চলেছি ।

কবিতায় ভালো লাগা রেখে গেলাম কবি, ভালো থাকুন সব সময় অনেক...

২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৬

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:১০

আব্দুল্লাহ তুহিন বলেছেন: মৃত্যু নিয়ে সুন্দর উপলব্ধি মূলক কবিতা।
কবিতায় অনেক ভালো লাগা রইল।

পড়তে পড়েতে কোথাও যেনো হারিয়ে গিয়েছিলা।।

২৭ শে জুন, ২০১৬ রাত ২:৫৭

আরিয়ান আরাফ বলেছেন: আমার বড় প্রাপ্তি :)

৪| ২৭ শে জুন, ২০১৬ সকাল ১১:১৭

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.