নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

অগোছাল পাপড়ি

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩২



১.
সেই চিঠিটা পাওয়ার আগেই হারিয়ে গেছে পথের বাঁকে;
অব্যক্ত এক প্রেমের গল্প লুকিয়ে ছিল যে চিঠিতে !
নতুন প্রাপক নইলে সে পথ, বুঝবে কি সে চিঠির ভাষা ?
আমার মতন খুঁজবে কি সে, সেই কথাদের আকুলতা, স্বপ্ন, আশা !

২.
আধারের যত সুর, যত কান্নার আহাজারি
বাতাসে ভেসে আসে আমার প্রাচীরে।
সকালের যত স্নিগ্ধতা , যত মুগ্ধতার প্রহরী
মিশে যায় গোধুলীতে পৃথিবীর ওপারে!

৩.
অতৃপ্ত এক অবশ অনুভূতির জন্ম যে অন্ধকারের দেয়ালে,
যে দেয়ালের পাঁচিলে শ্যাওলায় বেঁচে থাকে ফেলা আসা দিনগুলো;
তার নিচে ছোট্ট করে লেখা ছিল "মৃত্যু"কিংবা "মৃত"!
তারপরও আমরা ভাবি বেঁচে আছি,
খুঁজে ফিরি বেঁচে থাকার কারণ!!

৪.
রাত যত গভীর হয় ,
একাকীত্বের মিছিল তত ভারী হয় ।
প্রতিবাদের মতন নিঃসঙ্গতার বুলেট ছুড়ে কে যেন;
বিলীন করে দিতে চায় আমাকে !
আমিও বড্ড ভীতু ,
ঘাপটি মেরে পড়ে রই ঘরের এক কোণে !

৫.
মৃত্যুকে কাছে টেনে ঠোটে ঠোট ডুবিয়ে খুঁজেছি জীবনের মানে,
পরম আদরে বাহুতে আমায় ডুবিয়ে চিনেছি বেঁচে থাকার মানে!

৬.
আমার কি দোষ বলুন,
দুঃখবিলাস মন !
রোজ সে দুঃখ কেনে ,
কারণ অকারণ !

৭.
ছুঁয়ে দেখো সেথা কেমন শীতল,
নিস্তব্ধ চারপাশ !
খুঁজে দেখো ব্যথা কেমন অতল,
বিবর্ণ বসবাস !

৮.
তোর আকাশে বৃষ্টি হবো,
উঠোন জুড়ে ঝড় !
কাজল চোখের ঘুম'টি হবো,
স্বপ্ন হবো তোর !

৯.
বৃষ্টির জলে আগুন জ্বলে
বাতাসে পোড়া গন্ধ
নীরবতায় সে সময় মেলে,
সজলতায় চোখ বন্ধ!

১০.
মন পাখিরে মুক্তি দিলাম, বাঁধন দিলাম খুলে,
আকাশ পানে উড়ায় দিলাম, কান্না হাসির জলে।
নিজের খবর রাখিস পাখি, আমি যেমন তেমন,
বন্দী হবো নিজের জেলে, মৃত্যু করে আপন!

১১.
কতটুক আর চাইবো আমি , কট্টুক আর সাধ;
একজীবনের স্বপ্ন বোনায় সঙ্গী হবো , মৃত্যু হওয়ার রাত !

১২.
দুঃখ বিলাস তোমায় দিলাম,
যত্ন নিও ওদের;
খুচরো পাতায় স্বপ্ন দিলাম,
খবর নিও সুখের!

১৩.
খোঁজাখুঁজি হল ফের,
বুঝাবুঝি হল ঢের,
দ্বন্দ্ব-মন্দ আর কাদাজল মুখেতে
কি পেলে এসব করে, যন্ত্রণা প্রাণেতে!

১৪.
কেমন ছিলাম, কেমন আছি, কেমন রবো ,
বাক্যে থাকে, জীবন তাকে নিখোঁজ বলে !

১৫.
জীবন যৌবন সবই গেল রাজনীতি আর ধর্ম তর্কে,
শেষ জীবনে বিভোর সালা ধর্মশালায় কপাল ঠুকতে!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

ধ্রুবক আলো বলেছেন: সবগুলো লেখাই ভালো হইছে.,,,,,

অভিনন্দন....

১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৯

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৬

সুমন কর বলেছেন: দু-একটা বাদে, সবগুলোই ভালো লাগল।

১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৮

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)
পাশে থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.