নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছুরিত বিলাপ

২৭ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২




১.যদি আজ আকাশ চিড়ে আকাশ ভাসে ঐ দূরের মহাকাশে,
যদি আজ জোছনা গিলে নতুন চন্দ্র জাগে ঐ আকাশে,
যদি রাতের তারারা জ্বলে ওঠে নতুন সে জোছনায়,
পৃথিবীর বুকে বসত গড়ে নতুন এক পৃথিবী,
তবে জেনে রেখো,
সেখানে প্রথম চুম্বনের পর যে ধুতুরা ফুল ফোটবে তা তোমাকে ভালবেসে;
তোমারই চোখের কোটরে!

২.
তন্দ্রাহত চোখ ডুবতে ডুবতে ঝুলে থাকে চন্দ্রাহত মর্গের দেয়ালে!
কুয়াশিয়া বৃষ্টির আচরে সেখানে জীবনের রঙধনু জমা হয় ক্ষণিকের তরে!
রোদকে আজকাল বড্ড ভয় হয়; তার ইশারায় অন্ধকার গ্রাস করে সমস্ত কিছু! মমি করে ঠেলে দেয় মর্গের শীতল কফিনে!

৩.
ধুতুরাফুলে চাঁদের আলো লাগলে তা অশ্বিনীর বেশ করে ঘুম জড়ানো কন্ঠে কাছে ডাকে; ইশারায় তাকে জয়ের নেশা ছুড়ে!
'ভয়'কে ভালোবাসি বলে সংকোচ গলে কখনও এসব কিছু বলিনি !

৪.
শূণ্যের আভ্যন্তরীণ শূণ্যে ডুমুর ফুল বাস করে এবং সেখানেই 'চোখের' জন্ম; সে চোখ ঘুমিয়ে পড়লে অশ্বত্থ গাছটা কি জেগে উঠবে?

৫.
আমরা ভুলে যাওয়ার জন্যেই মনের ভিতর পুষে রাখি 'প্রাক্তন'!
এবং মৃত্যুকে ভালোবাসবার জন্যই জীবনকে আঁকড়ে ধরে বেঁচে থাকার বাহানা বানাই !
তারপর, লাল ক্যাকটাসের অলিখিত ভালোবাসার আগ্রাসন বুকে নিয়ে হেঁটে চলি এই ধূসর পৃথিবীর লিখিত গন্ডিতে !
অতঃপর বিদায়ের পর সেখানে পরে থাকে প্রাপ্তি-অপ্রাপ্তির কিছু উচ্ছিষ্ট!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.