নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

জোছনা হবো একদিন !

২২ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৫



অসীম আকাশের মতন শূণ্যতা এঁকে একদিন,
আকাশের বুকে জোছনা হবো ।
নগরীর বোহেমিয়ান পথিকের কিংবা সদ্য প্রেমে পরা,
অষ্টাদশীর চোখে স্বপ্ন ঢেলে সেদিন নিয়ে যাবো বহুদূর !
বন্দরের কর্মরত নাবিকের বুকে ঢেলে দিবো,
ঘরে ফেরার আর্তনাদ চেপে রাখার যন্ত্রণা !
সেদিন না হয় সাগরের ঢেউয়ের গর্জনের মতন আছড়ে পড়বে,
ভেঙে টুকরো টুকরো হবে তার প্রেয়সীর চোখের আকুলতা !
বস্তির ছাপড়া চিড়ে এনে দেবো অনাগত এক পৃথিবী,
ক্ষুধার্ত বাম অলিন্দের শিরায় মিশিয়ে দেবো লুনাটিক ইনসুলিন,
কুপির ডগায় লিখে দেবো সে পৃথিবীর অমোঘ সংবিধান ,
কান্না মুছে আঁকবো প্রেমের চত্বরে ভালোবাসার মানচিত্র !
একদিন ঠিক শূণ্য হবো , জোছনা হবো আকাশের বুকে !
সেদিন তোমার দেয়াল টপকে পৌছে যাবো তোমাতে ,
চোখ পেরিয়ে হারিয়ে যাবো তোমার অন্তরের অন্দরে !

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা +++++

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৯

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৩:২২

কানিজ রিনা বলেছেন: ভাল লাগা রইল।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৫

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর কবিতা। আপনার সব সপ্ন পূরন হোক ।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

আরিয়ান আরাফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৬

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮

কানিজ ফাতেমা বলেছেন: //সেদিন তোমার দেয়াল টপকে পৌছে যাবো তোমাতে ,
চোখ পেরিয়ে হারিয়ে যাবো তোমার অন্তরের অন্দরে ! / / সুন্দর স্তবক ।

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৭

আরিয়ান আরাফ বলেছেন: :) ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.