নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

অস্থায়ী অমনিবাস

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১২:৪৯



একটি ভাঙা চেয়ার,
একটি পিরামিডের মতন দাঁড়িয়ে থাকে।
রাস্তার ধারে মৃত গাছটার মতন।
যতবার সে পথের পানে তাকিয়ে,
দীর্ঘশ্বাস কিনতে চেয়েছে;
ততবার ঠিক ততবার তাকে প্রত্যাখ্যান করেছে সময় !
তাকে ভুলে- এসেছে নতুন কেউ;
প্রাক্তন- সে কেবলই আবর্জনা!

একটি ভাঙা কাঁচ,
ভুলে গেছে তার বিচ্ছেদ,
ভুলে গেছে তার মৃত্যুর যন্ত্রণা।
স্বচ্ছ দেয়াল ঘষতে ঘষতে-
হারিয়ে গেছে ফেলে রাখা পুরোনো জিনিসের ধূলোতে।
সে ময়লা মুছে না কেউ।
প্রয়োজন নেই বলে কেউ একবার খুঁজেও দেখেনা !

একটি ভাঙা কুটির ,
যেখানে রোজ স্বপ্নের আলো ঝড়তো,
আশারা গাইতো নতুন দিনের গান;
সেখানে এখন শ্রাবণ নেমে আসে,
নেমে আসে সিন্ধুর ধীর নীরবতা !
কিংবা,
ভেসে আসে হিমালয়ের শীতল কোন-
রাজকন্যার নীল বিষাদের সুবাস !
তার অদূরে দাঁড়িয়ে থাকে তার অপ্রকাশিত
লাল মলাটের গল্প !
তারাও ঠিক ততটাই দীর্ঘশ্বাস কিনতে চায়,
যার জন্যে একটা ভাঙা চেয়ার,
একটি ভাঙা কাঁচ,
একটি ভাঙা কুটির-
নীরব চোখে অপেক্ষায় থাকে !

আদতে,
এখানে কিছুই স্থায়ী নয় !
সেই ভাঙা চেয়ার, ভাঙা কাঁচ, ভাঙা কুটির, বিষাদময়ী হিমালয় কন্যা !
কিংবা আমি !

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪০

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

দীর্ঘশ্বাস হবে ধীর্ঘশ্বাস এর পরিবর্তে।

১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০০

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)
বানান ঠিক করে দিয়েছি :)

২| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন কবিতা +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.