নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

আমাদের গল্প

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:২৭

কেউ থেকে যায়, কেউবা থেকেও নেই !
কেউ ভুলে যায়, কেউ ভুলতে শেখায়।
আমি, তুমি, আমরা কিংবা
কেউ, সে, তারা বারবার
খুঁজে ফিরি মনে রাখবার কারণ;
কিভাবে একটু ভালোবাসা যায়-
কি করে পাওয়া যায় ভালোবাসার সন্ধান,
আমরা খুঁজি, কেউ খুঁজতে শিখায় ।
অজ্ঞাত স্বরে গোধুলীর ছন্দ, সাঁঝের আকাশ,
রাতের নীরবতা, জোছনা বা চাঁদ-
নতুন নতুন স্বপ্ন,
নতুন নতুন গল্প,
নতুন সুরে বেজে ওঠা কবিতা, গান
বলে যায় ডাকবিহীন ডাকপিয়ন;
আমরা ভাবি, ভেবে ভেবে স্বপ্ন আঁকি ।
শরতের নীল আকাশ ভেঙে ঝড় এলে,
শ্রাবণ নেমে বান এলে,
সাজানো পৃথিবী ভেঙে চুরমার হলে,
চোখে জল এলে লুকানোর প্রতিচ্ছায়ায়-
বেঁচে থাকি, হাসিমুখে বলি, ভালো আছি ।
এভাবেই ভালো থাকে কেউ,
অসীমের মতন ভালো রাখে কেউ !
কেউ এভাবেই বেঁচে থাকে,
ভালোবেসে কেউ বাচিয়ে রাখে !

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৩৫

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

২| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১:৩৩

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ বেশ লাগল।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৩

আরিয়ান আরাফ বলেছেন: :)

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৪২

মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
ভালো লাগা রইল। ভালো থাকুন।

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৪

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক সাথে আপনিও :)

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++

০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৮

আরিয়ান আরাফ বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪২

আরিয়ান আরাফ বলেছেন: ভাল লাগারা ভালো থাকুক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.