নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

অবন্তীর জন্য !

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৪



জানো,
তোমাকে ভাবা হয় কিন্তু বলা যায় না; দেখা হয় কিন্তু ছোঁয়া যায় না ! তাই লিখবো লিখবো করেও লেখা হয়না একটা হরফ; লেখা হয়না একটা চিঠির গল্প । তোমারও কি এমন হয় ?
বারান্দায় বহুকাল রোদ আসেনা কিংবা রোদ আসে, জানালার আরশি ভেঙে পর্দা টেনে দেওয়ার কেউ নেই । লাল ক্যাকটাসের প্রাণহীন মেরুদণ্ড যেন ক্ষণ গুনে হাওয়ায় মিইয়ে যাওয়ার ! বারান্দাজুড়ে কেবলই শূন্যতা ! তোমারও কি এমন হয় ?
অবন্তী,
আকাশে যেমন মেঘ জমে জমে অঝোর ধারায় বৃষ্টি নামায়; তেমনি অভিমান জমে জমে কান্না হয় আমাদের বেলায় কিন্তু দেখো এই কান্নাগুলো বৃষ্টির মতন ঝড়ে পড়েনা, তুঁতের মতন মিইয়ে যায় ! বিপরীত মেরুর হিসেব মেলে না আর ! তোমারও কি এমন হয় ?
তোমাকে লেখা হয়না অনেকদিন; বলা হয়নি অনেক কিছুই ! তাই আজ লেখতে বসে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি তাঁর ইয়াত্তা নাই! আচ্ছা, বাদ দাও এসব ! কেমন আছো তুমি ?

(পরিশেষ, প্রতিচ্ছায়া এবং প্রতিশব্দের মাঝে প্রতিচ্ছায়া আমার প্রিয় বলে পত্রের ইতি টানা গেল না ! )

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৫

অনিক_আহমেদ বলেছেন: কোথা থেকে কোথায় চলে যাচ্ছি তাঁর ইয়াত্তা নাই! সেই মানুষটির কথা ভাবলে এমনই হয়। চিন্তা ভাবনা আর ব্রেক কষে না। তর তর করে ছুটে চলে....অথচ কোনো গন্তব্য নেই।

সুন্দর লেখা। ভাল লাগল।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:১২

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভাল থাকুক :)

২| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:২৪

ফেরদৌসা রুহী বলেছেন: অবন্তীকে লেখা ভালো লেগেছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৫৯

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভাল থাকুক :)

৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩১

কালীদাস বলেছেন: চমৎকার। ভাল হয়েছে শব্দের খেলা :)

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬

আরিয়ান আরাফ বলেছেন: :) অসংখ্য ধন্যবাদ

৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
বেশ সুন্দর ; ভালোলাগা ।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২১

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভাল থাকুক :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.