নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

পাপেট

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০২



একটি নির্দিষ্ট বলয়ে যেন আটকে গেছি আমরা।
সীমাবদ্ধ কিছু শব্দের স্বাধীনতা স্বরূপ –
দীর্ঘায়িত হয়না কোন বাক্য;
বাড়ে না কোন অনুভূতির জীবনকাল !
তোতা পাখির বুলিতে নিয়মিত পড়ে যাই শেখানো কালিমা,
গোটা কয়েক শব্দের বেড়াজালে আটকে থাকে জীবন !
প্রতিটি নতুন সকাল যেন মলিন,
পুরনো বুকশেলফটার মতন,
অযত্নে অবহেলায় তারা তিক্ত হয়,
তিক্ততাকে বুকে নিয়েই ঘুমাতে যায় ।
ফের সেই এক নিয়ম; একইভাবে তারা ঘুমায় রোজ !

এপাশটায়,
আমরা যেন এক একটা প্রাণহীন পাপেট !
তার ছড়ানো রঙের কিছুটা মেখে রঙিন হয় চারপাশ,
স্বপ্ন নেমে আসে বলয়জুরে !
তা আর দেখা হয় না;
স্বপ্ন হয়েই হারিয়ে যায় বলয়ে !
আমরা খুঁজি, খুঁজতে গিয়ে পথ হারাই !
বারংবার !

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

যূথচ্যুত বলেছেন: বেশ ভালো।

২| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪২

জেন রসি বলেছেন: এক চক্রে ঘুরপাক। অদৃষ্টবাদ। পুতুল হয়ে খেলা। কবিতা পড়ে এমন কিছুই মনে হলো।

০১ লা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

আরিয়ান আরাফ বলেছেন: আদতে তো আমরাও পুতুলের মতন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.