নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে এখনও বুঝে উঠতে পারিনি, তাই কিছু বলতেও চাই না

আরিয়ান আরাফ

আরিয়ান আরাফ › বিস্তারিত পোস্টঃ

এই শহরে রাত নেমে এলে

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫



এই শহরে রাত নেমে এলে যেন সব এলোমেলো ;
সবকিছু গুমট অন্ধকার।
দীর্ঘশ্বাস হাওয়ায় উড়তে গিয়ে চাপা পড়ে এস্ট্রেতে,
কখনওবা অব্যক্ত কথার খাঁচায়।
শহরের চোখে রাত, রাতের চোখে অন্ধকার,
অন্ধকার ছেয়ে শীত, জমে জমে কুয়াশা।
যেন রাত শেষ হবার নয়,
যেন সবশেষে কিছু নেই!
সবকিছু অগোছাল, ঝাপসা।
পথ খুঁজতে গিয়ে পথ হারায়-
ফ্যাকাসে গিরিগিটির দল ।
হারাতে হারাতে দলছাড়া,
হারতে হারতে নিঃসঙ্গ !
মরে যায় কুয়াশায়,
হারিয়ে যায় অন্ধকারে।
যারা বেঁচে থাকে, থেমে থাকে শহরে-
তারা কখনও রাত দ্যাখে নি, বুঝেনি তার কলেমা।
অথচ, এই শহরে রাত নেমে এলেই সব এলোমেলো,
অন্ধকার, শীতল-নিস্তব্ধ গোরস্থান !



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৭

এ আর উৎপল বলেছেন: রাত নামে,, নামতেই থাকে নামতেই থাকে নামতেই থাকে, কিন্তু দিন আসেনা আর আমার জীবনে তুমি আমার সব আলো কেড়েনিয়েছ

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

অর্ক বলেছেন: বেশ ভালো লাগলো। শুভেচ্ছা।

২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৪৪

আরিয়ান আরাফ বলেছেন: ভালো লাগারা ভালো থাকুক :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৫৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.